Advertisement
Advertisement
করোনাজয়ীরাই সাহস জোগাচ্ছেন করোনা যোদ্ধাদের

‘ভয়কে জয় করুন’, কোভিড যুদ্ধে সাহস জোগাতে কাজে নেমে বার্তা করোনাজয়ীদের

বেলেঘাটা আইডি'র ICU-তে রোগীর সেবায় ব্যস্ত ২ জন।

COVID winners inspire patients by taking care of them at Beleghata ID hospital
Published by: Sucheta Sengupta
  • Posted:August 18, 2020 9:06 am
  • Updated:September 19, 2023 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী জয় করে আসা ব্যক্তিরাই এবার থেকে আক্রান্ত ব্যক্তিদের দেখভাল করবেন, পাশে থেকে সাহস জোগাবেন – এই ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো কাজও শুরু হয়েছে সরকারি হাসপাতালগুলিতে। অন্যের শুশ্রূষার কাজ বেশ ভালভাবেই করছেন সেসব কোভিড যোদ্ধারা। এমনই দু’জনের দেখা মিলল বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে। আইসিইউ, সিসিইউয়ের রোগীদের দেখভালে ব্যস্ত দু’জন। শুধু বললেন, ”ভয় লাগছে না একদম, অন্যদের সাহস জোগাচ্ছি।”

খুদু শেখ, রাজীব শেখ। পরিচয় ছিল পরিযায়ী শ্রমিক। করোনা(Coronavirus)  আবহে তা বদলে গিয়েছে, নতুন পরিচয় – কোভিড যোদ্ধা। কাজ করতেন রাজ্যের বাইরে। লকডাউনে ফিরে করোনায় আক্রান্ত হন। সুস্থও হয়ে ওঠেন। এরপরই মুখ্যমন্ত্রীর ঘোষণামতো কোভিড ওয়ারিয়রস ক্লাবের সদস্য হয়ে যান এঁরা দু’জন। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি করোনা আক্রান্তদের সাহায্য করার কাজে নামেন। দিনরাত পিপিই পরে সিসিইউ, আইসিইউয়ে ছোটোছুটি করে কাজ করতে দেখা যাচ্ছে তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো অক্সিমিটার অ্যাপ ব্যবহারে উধাও হতে পারে টাকা! রাজ্যবাসীকে সতর্ক করল CID]

করোনা যুদ্ধে ঠিক কী ভূমিকা পালন করছেন করোনাজয়ী রাজীব আর খুদু? খুদু শেখের কথায়, ”সিসিইউতে যাঁরা ভেন্টিলেশনে রয়েছেন, তাঁদের আমরা দেখভাল করছি। অন্যরাও অনেকেই নিজেদের হাতে খেতে পারছেন না, তাঁদের খাইয়ে দিচ্ছি। কারও উঠে বসার ক্ষমতা নেই। তাঁদের সাহায্য করছি। আর তাঁরা সকলে প্রাণভরে আমাদের আশীর্বাদ করছেন।” আরেক যোদ্ধা রাজীব শেখ বলছেন, ”সবাই যদি রোগটাকে ভয় পান, তাহলে রোগীদের চিকিৎসা কে করবেন? আমরা সবাইকে সাহস জোগাচ্ছি। নিজেরাও ভয়কে জয় করেছি আমরা।” দিনরাত এই কাজের জন্য সরকারি তরফে স্টাইপেন্ডও পাচ্ছেন দু’জন। পরিযায়ী শ্রমিক থেকে করোনাজয়ী এবং করোনা যোদ্ধা – এভাবেই পরিচয় পালটে পালটে গিয়েছে রাজীব শেখ, খুদু শেখদের মতো আরও অনেকের। এখন তাঁরা মহামারীর কবল থেকে অন্যকে বাঁচানোর মহান কাজে ব্রতী।

[আরও পড়ুন: কোভিড যুদ্ধেও জোটবদ্ধ, রাজ্যে চিকিৎসা কেন্দ্র ও সেফ হোম গড়বে বাম-কংগ্রেস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement