Advertisement
Advertisement
COVID

ঢাকুরিয়া আমরির পুড়ে যাওয়া অংশে শুরু হচ্ছে কোভিড চিকিৎসা, জানাল স্বাস্থ্যদপ্তর

রাজ্যর সিদ্ধান্তে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ।

COVID treatment is also starting in Dhakuria AMRI | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 4, 2020 7:42 pm
  • Updated:November 4, 2020 7:44 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: ঢাকুরিয়া আমরি (AMRI) হাসপাতালের পুড়ে যাওয়া অংশে এবার চিকিৎসা হবে কোভিড রোগীদের। বুধবার এমনটাই জানানো হল স্বাস্থ্যদপ্তরের তরফে। রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমরি কর্তৃপক্ষ।

প্রায় সাড়ে আটবছর আগে ঢাকুরিয়া আমরি হাসপাতালের একটি অংশ গ্রাস করে আগুনের লেলিহান শিখা। তারপর ওই অংশে পরিষেবা কার্যত বন্ধ রাখা হয়েছিল। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, পুজোর পর সব সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড (COVID) ওয়ার্ড খোলার প্রস্তাব দেয় স্বাস্থ্যদপ্তর। সেই সময়ই ওই পুড়ে যাওয়া অংশে করোনা চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরি হাসপাতাল সূত্রে খবর, আগামী একমাসের মধ্যে কোভিড ওয়ার্ডে পরিষেবা প্রদান শুরু করা হবে। আইসিইউ, এইচডিইউ এবং সাধারণ শয্যা মিলিয়ে প্রায় ১৫০ জন করোনা রোগী চিকিৎসা পরিষেবা পাবেন একসঙ্গে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার সুযোগ পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আমরি কর্তৃপক্ষ।

Advertisement

[আরও পড়ুন: অমিত শাহের সফরের আগে চমক মুখ্যমন্ত্রীর, মতুয়া উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ ১০ কোটি টাকা]

উল্লেখ্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। ইতিমধ্যে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা পেরিয়েছে ৩ লক্ষ ৮৫ হাজারের গণ্ডি। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে বাংলার ৭, ০১৩ জনের। এখনও পর্যন্ত মোট নুমনা পরীক্ষা হয়েছে ৪৬, ৮৮, ২৯৫ জনের। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার কারণেই রাজ্যে বাড়ানো হচ্ছে কোভিড হাসপাতালও।

[আরও পড়ুন: ১৮ ঘন্টার মধ্যে পর্ণশ্রীর একই গলিতে আত্মঘাতী চার, ভূত চতুর্দশীর আগে আতঙ্কে কাঁটা পড়শিরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement