ক্ষীরোদ ভট্টাচার্য: এবার কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলল। সোমবার বেলায় কলকাতা বিমানবন্দরে RT-PCR পরীক্ষায় এক ব্রিটিশ মহিলার শরীরে ধরা পড়ে করোনার জীবাণু (Coronavirus)। তাঁকে সঙ্গে সঙ্গে ভরতি করা হয় বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছে। ওই বিমানে থাকা অন্যান্য যাত্রীদের আপাতত রাখা হয়েছে পর্যবেক্ষণে। তাঁদেরও করোনা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। তবে কোভিড পজিটিভ ব্রিটিশ (UK)মহিলার শরীরে নতুন ভ্যারিয়েন্ট BF.7 জীবাণু বাসা বেঁধেছে কিনা, তা জিনোম সিকোয়েন্সিংয়ের (Genom sequescing)পরই বোঝা যাবে। সূত্রের আরও খবর, গত শনিবার দুবাই থেকে কলকাতায় ফেরা এক ব্যক্তিও করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এনিয়ে কলকাতায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ২।
সোমবার সকালে দমদম বিমানবন্দরে কুয়ালালামপুর (Kuala Lumpur) থেকে একটি বিমান অবতরণ করে। সেখানে সব যাত্রীর করোনা পরীক্ষা করা হয়। ব্রিটিশ মহিলার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাঁকে সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তিনি কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন। বিমানে ছিলেন ৩৩ জন যাত্রী। মাঝে কলকাতায় কোভিড (COVID-19) পজিটিভ হওয়ায় তিনি এখন হাসপাতালেই থাকবেন। তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। কলকাতার ট্রপিক্যাল ইনস্টিটিউটে (Tropical Institute) রয়েছে এই পরীক্ষার পরিকাঠামো।
সম্প্রতি চিনে ব্যাপক হারে ছড়িয়েছে করোনার ওমিক্রন (Omicron) প্রজাতির নতুন সাব-ভ্যারিয়েন্ট BF.7। এর সংক্রামক ক্ষমতা এত বেশি যে একদিনে ৩ কোটি মানুষ আক্রান্ত হয়েছে বলে খবর। চিন ছাড়াও নতুন করে কোভিডের দাপট ছড়িয়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপানেও। এদেশেও ছড়িয়েছে BF.7। যার জন্য বিমানবন্দরগুলিতে RT-PCR টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লি, আগ্রা, ওড়িশা, বুদ্ধগয়ার পর এবার কলকাতায় ধরা পড়ল করোনা ভাইরাস।
কলকাতায় করোনার নয়া সংক্রমণের আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। সোমবারও নবান্নে কোভিড নিয়ে বৈঠক রয়েছে। বিভিন্ন জেলাগুলিতে ফের চিকিৎসা পরিকাঠামো পুনর্গঠনের দিকে নজর দেওয়া হয়েছে। এবার বিমানবন্দরে কোভিড পজিটিভ হওয়ায় আশঙ্কা খানিকটা বাড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.