Advertisement
Advertisement

Breaking News

লালবাজার

প্রথম পুলিশ দিবস পালনের তোড়জোড়, করোনা যোদ্ধাদের সম্মান জানাতে প্রস্তুতি তুঙ্গে লালবাজারে

করোনা যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হবে মেডেল ও শংসাপত্র।

COVID-19 Coronavirus Covid Warriors kolkata police Lalbazar
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 30, 2020 10:07 pm
  • Updated:August 30, 2020 10:07 pm  

অর্ণব আইচ: পুলিশ দিবসে কলকাতা পুলিশের একশো জন কোভিড যোদ্ধাকে (Covid Warriors) সম্মান জানাবে লালবাজার। তাঁদের হাতে তুলে দেওয়া হবে মেডেল ও শংসাপত্র। করোনা যুদ্ধে যে পুলিশকর্মী ও অফিসারদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে দেওয়া হবে সম্মান। এ ছাড়াও মঙ্গলবার উদ্বোধন হতে পারে গড়িয়া ট্রাফিক গার্ড ও বাঁশদ্রোনি থানার নতুন বাড়ির। সূত্রের খবর, লালবাজারের মেন বিল্ডিংয়ে উঠে আসা নতুন ও আধুনিক পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধনও হতে পারে এদিন।

জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে এখন থেকেই সেজে উঠছে লালবাজার। মঙ্গলবার পুলিশ দিবসে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুলিশ কমিশনার ও প্রত্যেক পদস্থ আধিকারিক উপস্থিত থাকবেন লালবাজারে। এদিনই কোভিড যোদ্ধাদেরও সম্মান জানানো হবে। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশন থেকে পাঁচজন, অর্থাৎ নয়টি ডিভিশনের মোট ৪৫ জনকে দেওয়া হবে এই সম্মান। এ ছাড়াও কলকাতা পুলিশের আরও ১১টি বিভাগ থেকে মোট ৫৫ জনকে এই সম্মান দেওয়া হবে বলে খবর। এদিন প্রয়াত কোভিড যোদ্ধাদের পরিবারের লোকের হাতেও কোভিড মেডেল, শংসাপত্র ও চাকরির চিঠি তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে পুলিশ ওয়েলফেয়ারের উপর জোর দেওয়া হয়েছে। তার ভিত্তিতে কোভিড যোদ্ধাদের দেওয়া হবে বিশেষ সুবিধা। পারস্পরিক দূরত্ব মেনে যাতে এই অনুষ্ঠান হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। পুলিশ দিবস উপলক্ষে সাজানো হচ্ছে লালবাজারের কয়েকটি বিভাগও।

Advertisement

[আরও পড়ুন:২৪ ঘণ্টায় রাজ্যে ফের করোনা আক্রান্তের চেয়ে বেশি সুস্থতার হার, মৃত্যু ৫০ জনের]

লালবাজার ছাড়াও রাজ্যের প্রত্যেকটি পুলিশ কমিশনারেটে পুলিশ দিবসের এই অনুষ্ঠান হবে। প্রত্যেক কমিশনারেটের মূল অফিসে পুলিশ কমিশনার ও পদস্থ পুলিশকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা পুলিশের ক্ষেত্রে প্রত্যেক জেলাশাসক, পুলিশ সুপার ও সিএমওএইচ পুলিশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মহকুমার ক্ষেত্র উপস্থিত থাকবেন মহকুমা শাসক ও এসডিপিও। কোনও জেলায় পুলিশ নন এমন কোনও করোনার যোদ্ধাকে সম্মান জানানো ও তাঁর সুবিধার ক্ষেত্রে জেলাশাসক ব্যবস্থা করতে পারেন, এমনই নির্দেশ দিয়েছে নবান্ন।

[আরও পড়ুন:ভিডিও কলে রোগীকে করোনা টেস্টের পরামর্শ, হুমকির মুখে দক্ষিণ বারাকপুরের মহিলা চিকিৎসক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement