Advertisement
Advertisement

আদালতে জয় শামির, ‘মডেল’ হাসিনের খোরপোশের আবেদন খারিজ

উচ্চ আদালতে আবেদনের ভাবনা হাসিনের।

Court relief for Mohammed Shami, Hasin Jahan’s alimony petition junked
Published by: Subhajit Mandal
  • Posted:August 17, 2018 4:51 pm
  • Updated:August 24, 2018 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মডেলিং এবং অভিনয়ের জীবনে ফিরে যাওয়াই কাল হল হাসিন জাহানের। রোজগেরে গিন্নিকে খোরপোশ দেওয়ার প্রয়োজন কী? শামির আইনজীবীর এই যুক্তিতেই বাজিমাত হল। খারিজ হয়ে গেল হাসিন জাহানের করা খোরপোশের আবেদন। হাসিনকে কোনও খোরপোশ দিতে হবেল না, তবে মেয়ের খরচ বাবদ মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে শামিকে। শামি অবশ্য শুরুতেই জানিয়ে দিয়েছিলেন মেয়ের খরচ দিতে তাঁর কোনও অসুবিধা নেই।

[সাময়িক বিপর্যয় ভুলে ঘুরে দাঁড়াবেন বিরাটরা, বিশ্বাস ছিটকে যাওয়া ঋদ্ধির]

সুত্রের খবর, শামির কাছ থেকে খোরপোশ বাবদ ৭ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন। আরও ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন মেয়ের পড়াশোনার খরচ বাবদ। হাসিনের আইনজীবী জাকির হোসেন দাবি করেন, শামি বছরে ১০ কোটি টাকা রোজগার করেন। ফলে, তাঁর থেকে শামিকে মাসিক ১০ লক্ষ টাকা দেওয়াটা খুব একটা কঠিন হবে না। কিন্তু শামির রোজগার সম্পর্কে যে দাবি হাসিনের আইনজীবী করেছেন তাঁর স্বপক্ষে কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি। উলটে শামির আইনজীবী দাবি করেন, “আমাদের কাছে প্রমাণ আছে হাসিন আবার মডেলিং এবং অভিনয়ের জীবনে ফিরে গিয়েছে। বলিউডের একটি ছবিতেও তাঁকে দেখা যাবে। সুতরাং রোজগারের অভাব তাঁর হওয়ার কথা নয়।” এই যুক্তির পালটা হিসেবে হাসিনের আইনজীবী বলেন, এখনও স্থায়ী কোনও কাজ পাননি হাসিন, বরং এখনও কাজের খোঁজ চালাচ্ছেন তিনি। এখনই খোরপোশ বন্ধ হলে তাঁর মক্কেলকে সমস্যায় পড়তে হবে। যদিও, তাঁর যুক্তিতে শিলমোহর দেয়নি আদালত। হাসিনের খোরপোশ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন হাসিন।  

Advertisement

[পেসার বসিয়ে কুলদীপকে নেওয়ার সিদ্ধান্ত ভুল, হারের পর স্বীকারোক্তি শাস্ত্রীর]

খোরপোশ না দিতে হলেও মেয়ের পড়াশোনা ও অন্যান্য খরচ বাবদ মাসে ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে।বৃহস্পতিবার আলিপুর আদালত এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। শামি অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন মেয়ের খরচ বহন করতে তাঁর কোনও অসুবিধা নেই। আপাতত আদালতে শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং গার্হস্থ্য হিংসার মামলা চলছে। হাসিনের বিরুদ্ধে পালটা মিথ্যাচারের অভিযোগ এনেছেন শামি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement