Advertisement
Advertisement
CBI

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি পেল CBI, বিদেশ যেতে পারবেন পার্থর জামাই

প্রয়োজন হলে বিদেশ যেতে বাধা নেই, চার্জ গঠন হওয়ার পর এবার পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জানাল সিবিআইয়ের বিশেষ আদালত।

Court allows CBI to collect voice sample of 'Kalighater Kaku'
Published by: Sucheta Sengupta
  • Posted:January 10, 2025 3:54 pm
  • Updated:January 10, 2025 4:09 pm  

অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ মামলায় এবার ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে সিবিআই-কে অনুমতি দিল বিশেষ আদালত। আগামী ২১ জানুয়ারি তাঁকে আদালতে পেশ করে তা সংগ্রহ করতে পারবেন তদন্তকারীরা। শুক্রবার বিচারক জানিয়েছেন, সুজয়কৃষ্ণ চাইলে তবেই তাঁর কণ্ঠস্বরের নমুনা নিতে পারবে সিবিআই, তা নইলে নয়। এর পাশাপাশি এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে বিদেশ যাওয়ার অনুমতিও দিল আদালত। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে।

সুজয়কৃষ্ণ ভদ্র ইডির মামলা থেকে অব্যাহতি পেলেও সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন। এই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আদালত নিয়মিত তাঁর মেডিক্যাল রিপোর্ট চেয়েছে। গত সোমবার এই মামলায় চার্জ গঠনের জন্য সশরীরে নয়, তাঁকে ভারচুয়াল আদালতে পেশ করা হয়। চার্জ গঠিত হয়েছে ‘কালীঘাটের কাকু’-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্যর স্ত্রী-পু্ত্ররাও। এছাড়া ২৬ টি সংস্থার বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন হয়। তার মধ্যে আদালতের বিশেষ নজরে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এর আগেও তাঁর কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে একপ্রস্ত জটিলতা তৈরি হয়েছিল। এবারও সিবিআই অনুমোদন পেলেও সুজয়কৃষ্ণর অনুমতি ছাড়া তা সংগ্রহ করা যাবে না।

Advertisement

এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যর বিরুদ্ধে ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গিয়েছে। সেই যুক্তি দেখিয়ে আদালতে তিনি বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তা মঞ্জুর করেছেন বিচারক। বলা হয়েছেন, যখন দরকার হবে বিদেশ যেতে কোনও বাধা নেই কল্যাণময়বাবুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement