অর্ণব আইচ: শহরে অটো দৌরাত্ম্যের শিকার এক দম্পতি৷ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের কাছে৷ মহিলার শ্লীলতাহানির এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল যাদবপুর-তারাতলা রুটের অটো চালকদের বিরুদ্ধে৷ লেক থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দম্পতি৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
[জন্মের আগেই সন্তানের নাম দিয়ে তৈরি বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল মেডিক্যালে তৎপরতা ]
বেহালার পর্ণশ্রীর বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, স্বামী, দুই সন্তান এবং বৃদ্ধা মা’কে নিয়ে সোমবার তিনি সাউথ সিটি মলে গিয়েছিলেন৷ মল থেকে বেরিয়ে তারাতলার উদ্দেশে যাওয়ার কথা ছিল তাঁদের৷ সেকারণে তারাতলা-যাদবপুর রুটের অটোস্ট্যান্ডে যান তাঁরা৷ কিন্তু সেখানে গিয়ে চরম বিপদের মুখে পড়তে হয় ওই মহিলাকে৷ তাঁর অভিযোগ, একের পর এক অটো চালক প্রত্যাখ্যান করেন৷ বারবার অনুরোধ করলেও তাঁরা যেতে চাননি৷ উলটে পালটা যুক্তি দেন, অটো খারাপ, অটোর চাকা খুলে যাবে ইত্যাদি৷
[ভোটের আগে টাকার পাহাড়, শহরে কড়া নজর রাখছেন গোয়েন্দারা]
মহিলার আরও অভিযোগ, এরপর অটোগুলির নম্বর প্লেটের ছবি তুলতে যান তিনি৷ তখনই তাঁর উপর চড়াও হয় ৩০ থেকে ৩৫ জন অটোচালক৷ অশ্লীলভাবে গালিগালাজ, এমনকী শ্লীলতাহানিও করা হয়৷ রুখে দাঁড়ালে, ওই মহিলার স্বামীকেও অটোচালকরা মারধর করে বলে অভিযোগ৷ হুমকি দেওয়া হয় এবং রীতিমতো ভয় দেখানো হয়৷ জানা গিয়েছে, এরপরই সেখানে উপস্থিত পুলিশ কর্মীর সাহায্য নেন ওই দম্পতি৷ এবং লেক থানায় ওই অটোচালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত দম্পতি৷ পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও কেউ ধরা পড়েনি বলেই সূত্রের খবর৷ তবে এই ঘটনায় আরও একবার শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে৷ অটো দৌরাত্ম্য শহর কলকাতার প্রায় রোজকার ঘটনায় পরিণত হয়েছে৷ কিন্তু প্রশাসন নির্বিকার বলে অভিযোগ যাত্রীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.