ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করোনার জীবাণু মিলল দমদমের বাসিন্দা এক প্রৌঢ়ের শরীরে। বর্তমানে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, রাজ্যের চতুর্থ করোনা আক্রান্তের বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই। ফলে কীভাবে তিনি সংক্রমিত হলেন, তা নিয়ে ধন্দে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, দিন সাতেক আগে জ্বর ও শুকনো কাশি নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় বছর ৫৭-এর ওই প্রৌঢ়কে। সেখানে চিকিৎসা শুরুর পর ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এই পরিস্থিতিতে ৩ দিন আগে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এসএসকেএমে। সেই রিপোর্ট ইতিবাচক হওয়ায় ফের নমুনা পাঠানো হয় নাইসেডে। এদিন দ্বিতীয় রিপোর্ট হাতে পাওয়ার পরই চিকিৎসকরা জানান ওই প্রৌঢ় নোভেল করোনা আক্রান্ত।
চিকিৎসকরা জানিয়েছেন, রাজ্যের এই চতুর্থ করোনা আক্রান্তের বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই। তবে কীভাবে সংক্রমিত হলেন তিনি, তা নিয়ে ধন্দে চিকিৎসকরা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনওভাবে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার ফলেই আক্রান্ত হয়েছেন তিনি। তাই বিদেশ যাত্রা না করলেও দেশের মধ্যেই তিনি কোথাও গিয়েছিলেন কি না, তা জানতে রোগীর পরিবারের সঙ্গে কথা বলছেন চিকিৎসকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.