Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

রাজ্যে ফের করোনার বাড়বাড়ন্ত, রোগ নির্ণয়ে জিনোম সিকোয়েন্সিংয়ে জোর

বাংলায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের ১৫, আক্রান্ত ৬ মাসের এক শিশুও।

Coronavirus: Health department of West Bengal strengthen genom sequencing to detect patients after one died in COVID-19 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 28, 2023 6:00 pm
  • Updated:December 28, 2023 7:24 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: দেড় বছর বিরতির পর ফের বঙ্গে কোভিডের শিকার। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের দাপটে (Coronavirus) রাজ্যে মৃত্যু হল একজনের। আক্রান্ত মোট ১৫ জন। এদের মধ্যে এক শিশুও রয়েছে। আর এই তথ্যেই বাড়ছে উদ্বেগ। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে কোভিড সংক্রমণ পেরিয়েছে ৪ হাজারের গণ্ডি। তার মধ্যে বাংলার পরিস্থিতি কিছুটা ভালো। এখানে সংক্রমণ তুলনায় কম। তবে একজনের মৃত্যুর খবরে আরও সচেতন রাজ্য স্বাস্থ্যদপ্তর।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যু হওয়া ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সঙ্গে ছিল শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ। কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ১৫। অ্যাকটিভ কেস ১০, ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোভিড (COVID-19) আক্রান্তদের মধ্যে ৬ মাসের এক শিশুও রয়েছে। সে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College) পেডিয়াট্রিকস বিভাগে ভেন্টিলেশনে রয়েছে। জানা গিয়েছে, মেনিনজাইটিস উপসর্গ নিয়ে বিহার থেকে হাওড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। বাকি আক্রান্তরা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

[আরও পড়ুন: ঘন কুয়াশায় বিপর্যস্ত পরিষেবা, দিল্লি বিমানবন্দরের যাত্রীদের জন্য বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার]

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য মেনে নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর ওই হাসপাতালে মেডিক্যাল টিম পাঠিয়েছে। মৃত ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি আক্রান্তদেরও লালারস সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং (Genom Sequencing)এর জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যদপ্তরের এক কর্তা জানিয়েছেন, কোভিড মোকাবিলায় টেস্টিং-ট্রিটিং ও জিনোম সিকোয়েন্সিংয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement