গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে করোনা উদ্বেগ! রাজ্যে ফের হদিশ পাওয়া গিয়েছে কোভিড আক্রান্তের। তাই নতুন করে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। রাজ্যের তরফে কোনও গাইডলাইন এলেই তা রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।
শুক্রবার একটি মামলা চলাকালীন টি এস শিবজ্ঞানমের এজলাসে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট প্লিডার। তাঁকেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, রাজ্যে তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। কেরলেও ৫০০-র বেশি মানুষ করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত। রাজ্যের তরফে কি কোনও গাইডলাইন প্রকাশ করা হয়েছে? এখন থেকেই কি মাস্ক পরা জরুরি?
তাঁর এই প্রশ্নের উত্তরে গভর্নমেন্ট প্লিডার অনির্বাণ রায় জানান, রাজ্য সরকারের তরফে এখনও নিষেধাজ্ঞামূলক কোনও গাইডলাইন জারি করা হয়নি। তবে রাজ্য পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। পরিস্থিতি উদ্বেগজনক হলে তবেই গাইডলাইন জারি করা হবে। এর পরই প্রধান বিচারপতি বলেন, রাজ্যের তরফে কোনও রকম গাইডলাইন আসলেই তা যেন হাই কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। গাইডলাইন পাওয়ার পর এবিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।
উল্লেখ্য, রাজ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ৮ জনের শরীরে কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছে। এদের মধ্যে ৪ জন ভর্তি হাসপাতালে। এর মধ্যে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ছমাসের একটি শিশু। তার মেনিনজাইটিস আছে। ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। অবস্থা সঙ্কটজনক। বাকি ৩ জন শহরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বাকিরা বাড়িতে নিভৃতবাসে। প্রত্যেকের লালারসের নমুনা পরীক্ষা হবে। জানা হবে নতুন ভ্যারিয়েন্ট আছে কি না? এদিন পর্যন্ত কোনও নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.