Advertisement
Advertisement

Breaking News

অনিচ্ছাকৃত খুনের মামলায় জেরা করা হবে বিক্রমকে

উঠছে একাধিক প্রশ্ন৷

Cops to grill Actor Vikram Chatterjee over model Sonika Singh's death
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 2, 2017 11:08 am
  • Updated:May 2, 2017 11:25 am  

স্টাফ রিপোর্টার: গাড়ি দুর্ঘটনায় মৃত মডেল সনিকা সিং চৌহানের শেষকৃত্য সম্পন্ন হল মঙ্গলবার৷ মিডলটন রো-র সেন্ট টমাস চার্চে শেষকৃত্য সম্পন্ন হয়৷ শেষবার্তায় সনিকার ছবির উপরে লেখা হয়েছিল, ‘আওয়ার অ্যাঞ্জেল হ্যাজ লেফট আস ফর হেভেন’৷ কিন্তু মর্ত্যে এই মামলার রেশ এখনও রয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই মত্ত অবস্থায় জোরে গাড়ি চালানোয় মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ৷ সনিকার বাড়ির লোকজনও টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন৷ এদিকে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ তবে আতঙ্ক না কাটা পর্যন্ত দুর্ঘটনার তদন্তের স্বার্থে তাঁর সঙ্গে কথা বলতে চাইছেন না তদন্তকারীরা৷

[ভাবাবেগে আঘাত, অভিযোগ দায়ের ‘বাহুবলী’র বিরুদ্ধে]

Advertisement

কিন্তু প্রশ্ন উঠেছে, দুর্ঘটনার দিন বেলায় সামান্য চোটের জায়গায় সেলাই নিয়ে বাড়ি চলে যাওয়ার পর ফের কেন হাসপাতালে ভর্তি হয়েছেন বিক্রম? কারণ, সুস্থ ভেবেই তখন তো ডাক্তাররা একবার ছেড়েও দিয়েছিলেন৷ তাহলে এখন কেন ভর্তি তিনি? সনিকার পরিবার এই বিষয়টি উল্লেখ করে  পুলিশকে জানিয়েছেন৷

সোমবার বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ তুলে টালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন মৃত মডেল সনিকা সিং চৌহানের মামা৷ সনিকার বাড়ির লোক বিক্রমের বিরুদ্ধে ৩০৪এ ধারায় মামলা করেছে৷ পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা ও সনিকার মামার দায়ের করা মামলার ভিত্তিতেই তদন্ত করবে পুলিশ৷ লেক মার্কেটের সামনে দুর্ঘটনায় কীভাবে সনিকার মৃত্যু হল, সে ব্যাপারে বিক্রমের সঙ্গে কথা বলেই বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে৷ বিক্রমের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে৷ কিন্তু ভয়ংকর দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই তিনি ট্রমায় রয়েছেন৷ তাঁর সঙ্গে কথা বললে মানসিক চাপ বাড়তে পারে৷ পুলিশও তাই সতর্ক৷ তাঁর মেরুদণ্ড, ঘাড়ে ও জিভে আঘাত রয়েছে৷

[‘পাকিস্তান মুর্দাবাদ’, শহিদদের মুণ্ডচ্ছেদের প্রতিবাদে স্লোগান স্কুল পড়ুয়াদের]

চিকিৎসকের পরামর্শ মতো সনিকার মৃত্যুর খবর বিক্রমকে জানানো হয়নি৷ তাঁর বাবা জানিয়েছেন, বিক্রম চোখ খুলেই জিজ্ঞাসা করেছে, সনিকা কোথায়? বিক্রমের বাবা গাড়ি সংস্থাটির বিরুদ্ধেই অভিযোগ জানাতে চান৷ গাড়িটিতে পাঁচটি এয়ার ব্যাগ থাকা সত্ত্বেও কেন একটিও খোলেনি, তা নিয়েই প্রশ্ন উঠেছে৷

[সন্তান হারানোর যন্ত্রণা বুঝুক সরকার, আর্তি শহিদের মায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement