Advertisement
Advertisement

Breaking News

Lake Town Murder

লটারি ব্যবসায় ঝামেলা, প্রতিশোধ নিতে খুন! লেকটাউন হত্যাকাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড

দুই শুটারকে জেরা করেই মূল চক্রীর খোঁজ মিলেছে বলে দাবি পুলিশের।

Cops solve Kolkata Fire fighter murder mystery in Lake Town, mastermind held | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 17, 2023 2:39 pm
  • Updated:July 17, 2023 3:21 pm  

বিধান নস্কর, দমদম: লেকটাউনে (Lake Town) দমকল কর্মী খুনের ঘটনার দিন তিনেকের মধ্যেই গ্রেপ্তার মাস্টারমাইন্ড। মূল অভিযুক্ত সাগর হালদার। লটারি ব্যবসা নিয়ে ঝামেলার জেরে প্রতিশোধ নিতেই দমকল কর্মী স্নেহাশিস রায়কে খুন করা হয়েছে বলে ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে বলে খবর। এই ঘটনায় দুই শুটার (Shooter) আগেই গ্রেপ্তার হয়েছিল। তাদেরই জেরা করে এবার মূল চক্রীকে গ্রেপ্তার করা হল।

গত ১৩ তারিখ, বৃহস্পতিবার লেকটাউনে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় দমকল কর্মী স্নেহাশিস রায়ের। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড (Mastermind), শুটার ও আগ্নেয়াস্ত্র সরবরাহকারী-সহ গ্রেপ্তার করা হয়েছে মোট ৫ জন। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। এর আগে আফরাজ আনসারি ও আয়ুষ শর্মা নামে দু’জনকে ১৩ তারিখ সন্ধ্যায় টিটাগড় (Titagarh) থেকে গ্রেপ্তার করে লেকটাউন থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই দু’জনেই মূলত গুলি চালিয়েছিল। এবং তাদেরকে ভাড়া করেছিল সাগর হালদার নামে একজন। জানা যায়, খড়দহের বাসিন্দা সাগর। বাকিদের জিজ্ঞাসাবাদ করে মধ্যমগ্রাম এলাকা থেকে সাগরকে পুলিশ গ্রেপ্তার করে। এছাড়াও আগ্নেয়াস্ত্র সরবরাহকারীকে মধ্যেই গ্রেপ্তার করেছি লেকটাউন থানার পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র।

Advertisement

[আরও পড়ুন: অটিজম আক্রান্ত তরুণকে নাচতে চাপ, রাস্তায় ফেলে ‘মার’, অমানবিকতার নজির টালিগঞ্জে]

জানা গিয়েছে, সাগর হালদারের সঙ্গে শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে, সাগর হালদারের একটি লটারির ব্যবসা ছিল। কিন্তু সেটি লোকসানে চলার কারণে বন্ধ করে দিতে হয়। আর এই ব্যবসা বন্ধের পিছনে দমকল কর্মী স্নেহাশিস রায় দায়ী ছিল বলে জানিয়েছে সাগর। এছাড়াও স্নেহাশিসের সঙ্গে সাগর নিজের স্ত্রীকে একাধিকবার একসঙ্গে দেখে সাগর মনে করেছিল,  স্ত্রীর সঙ্গে স্নেহাশিসের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। আর এই রাগের কারণে লোক ভাড়া করে খুন করানো হয়েছে সাগর হালদারকে। পুলিশের দাবি, এমনই স্বীকারোক্তি করেছে ধৃত মাস্টারমাইন্ড সাগর এমনই জানিয়েছে। 

[আরও পড়ুন: গ্রামের ‘হাতে চাঁদ’, চন্দ্রযান ৩ প্রজেক্টে শরিক বাঁকুড়ার কৃশানুও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement