Advertisement
Advertisement

Breaking News

পুলিশ

রাতের কলকাতায় কর্তব্যরত পুলিশকর্মীর উপর মদ্যপের হামলা, গ্রেপ্তার ৪

তপসিয়া থানা এলাকায় চাঞ্চল্য৷

Cops attacked in area under Topsia Police Station, 4 arrested
Published by: Tanujit Das
  • Posted:May 13, 2019 9:52 am
  • Updated:May 13, 2019 10:00 am  

অর্ণব আইচ: কর্তব্যরত পুলিশের উপর হামলা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ৷ রবিবার রাতে তপসিয়া থানা এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের নাম, অমরলাল মেহতা, বুকাশ ভাল্লা, দেবাশিস ধর ও শুভানজিৎ মুখোপাধ্যায়৷ সোমবারই ধৃতদের আদালতে পেশ করবে পুলিশ৷

[ আরও পড়ুন: ভোটের দিন দু’বার গাড়িতে তল্লাশি, হেনস্তার অভিযোগ মুকুলের ]

Advertisement

সূত্রের খবর, শনিবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এদের পাকড়াও করে পুলিশ৷ গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করার সময়ই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ধৃতরা৷ ধাক্কাধাক্কি করে৷ পুলিশের উপর চড়াও হয়৷ আঘাত করার চেষ্টা করে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে৷ এখানেই শেষ নয়, কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে আরও একটি গাড়ি৷ সেখান থেকে আরও দুই যুবক মেনে পুলিশের উপর চড়াও হয় বলে জানা গিয়েছে৷ এরপরেই সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ তপসিয়া থানা থেকে ঘটনাস্থলে আরও ফোর্স যায়৷ কিন্তু পুলিশের আরও অভিযোগ, কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের চেষ্টা করে ওই মদ্যপ যুবকরা৷ এরপরই তাদের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ৷

[ আরও পড়ুন: যশবন্তপুরগামী দুরন্ত এক্সপ্রেসে বিকল বাতানুকূল যন্ত্র, মৃত্যু অসুস্থ যাত্রীর ]

পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালান, কর্তব্যরত পুলিশের উপর হামলা-সহ একাধিক মামালা রুজু করা হয়েছে৷ সোমবারই ধৃতদের আদালতে পেশ করবে পুলিশ৷ পুলিশ এদের নিজেদের হেফাজতে নিতে চাইতে পারে বলে সূত্রের খবর৷ ইতিমধ্যে মিটে গিয়েছে লোকসভা নির্বাচনের ছয় দফা৷ সপ্তম দফায় ভোট হবে কলকাতা শহর পাশ্বর্বর্তী জেলার লোকসভা আসনগুলিতে৷ এমতো পরিস্থিতিতে শহরের নিরাপত্তা আঁটসাঁট করেছে প্রশাসন৷ শহরের বিভিন্ন পয়েন্টে চলছে নাকা চেকিং৷ গাড়ি থামিয়ে চলছে চেকিং৷ মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কিনা তাও পরীক্ষা করা হচ্ছে৷ কলকাতা ও অন্যান্য লোকসভা কেন্দ্রগুলিতে শীঘ্রই রুট মার্চ শুরু করতে চলেছে কেন্দ্রীয় বাহিনী৷ সুষ্ঠ ও অবাধ ভোটের লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে৷ পাশাপাশি চলছে, কালো টাকা উদ্ধার৷ শহরে কোনও ভাবে অস্ত্র ঢুকছে কিনা সেদিকেও নজর রাখছে প্রশাসন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement