Advertisement
Advertisement

Breaking News

মধ্যরাতে প্রিন্সেপ ঘাটে মদ্যপ যুগলের হাতে আক্রান্ত পুলিশ

স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার পার্থক্য কি গুলিয়ে ফেলছে এই প্রজন্ম?

Cop thrashed by ‘love birds’ at Prinsep Ghat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2017 11:00 am
  • Updated:May 29, 2017 11:00 am  

স্টাফ রিপোর্টার: গঙ্গার ঘাট হয়ে গেল বাড়ির বেডরুম৷ বাদ গেল না মদ্যপান, অবাধ যৌনতা৷ বাধা দিতে এসে মার খেল খোদ পুলিশই৷ আইন রক্ষকের উর্দি টেনে খুলে দিল তরুণী৷ বাধ্য হয়েই ওই যুগলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে দক্ষিণবন্দর থানার পুলিশ৷

[আইএসসি-আইসিএসই পরীক্ষাতেও ছেলেদের টেক্কা দিল মেয়েরা]

Advertisement

ঘটনাস্থল প্রিন্সেপ ঘাট৷ রবিবার বিকেলে বেজায় ভিড়৷ নৌকার ঘাটে পরিত্যক্ত এক জেটিতে এসে বসে এক যুগল৷ অন্ধকার নামতেই শুরু হয় ‘বেলেল্লাপনা’৷ অনুঘটক হিসাবে মদ, গাঁজা কোনও কিছুই বাদ ছিল না৷ নৌকা থেকে অনেক যাত্রীই তাদের ঘনিষ্ঠ প্রণয় দেখে মুখ লুকিয়ে ফেলেন৷ রাত আড়াইটে নাগাদ প্রিন্সেপ ঘাটে পেট্রলিংয়ের জন্য আসেন দক্ষিণবন্দর থানার পুলিশ৷ ওই যুগলকে গভীর রাতে ঘাটে শুয়ে থাকতে দেখে তাজ্জব বনে যান পুলিশ আধিকারিকরা৷ ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশের কথায়, “পোশাক দেখে ভদ্র পরিবারের ছেলেমেয়েই মনে হয়েছিল৷ রাতে ঘাটে শুয়ে থাকতে দেখে তাদের বাড়ি চলে যেতে বলি৷ কিন্তু ওরা ক্ষেপে ওঠে৷”

[বরকতি, সিদ্দিকুল্লাহর পথে হেঁটে মন্ত্রী অরূপের গাড়িতেও বহাল লালবাতি]

অভিযোগ, মদ্যপ তরুণী চড় মারে ওই পুলিশ অফিসারের গালে৷ রীতিমতো টেনে হিঁচড়ে তাঁর উর্দিও খুলে দেয় ওই তরুণী৷ বাধ্য হয়েই ওয়াকিটকির সাহায্য নেন ওই আধিকারিক৷ আরও পুলিশ এলে তরুণী তাঁদের জানায়, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছি৷ যেখানে যা খুশি করতে পারি৷ এই মানসিকতায় শিউরে উঠেছেন পুলিশ কর্তারা৷ “শহরের একটা আইন রয়েছে৷ আঠারো বছর বয়স হলেই আইন ভাঙা যায় না৷ স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা গুলিয়ে ফেলছে এই প্রজন্ম৷”– বলেন  অফিসার৷ যুগলকে গ্রেপ্তার করেছে দক্ষিণবন্দর থানার পুলিশ৷ জামিন অযোগ্য ধারায় মামলাও করা  হয়েছে৷

[বেঙ্গালুরুর রাস্তায় বিষাক্ত ‘তুষারপাত’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement