সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। নিজস্ব ছবি।
অর্ণব আইচ: কলকাতায় এসে দুর্ঘটনার কবলে রাজ্যের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) কনভয়। মানিকতলা থেকে রাজাবাজারের মাঝে মোড় নিতে গিয়ে কনভয়ের একটি গাড়ির সঙ্গে ট্যাক্সির সংঘর্ষ ঘটে। ট্যাক্সিচালক এবং দুই পুলিশকর্মী তাতে জখম হন বলে খবর। যদিও বেচারাম মান্নার কোনও ক্ষতি হয়নি। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় তিনি ফের গন্তব্যে চলে যান।
বৃহস্পতিবার কাজের জন্য কলকাতায় (Kolkata) এসেছিলেন সিঙ্গুরের (Singur) তৃণমূল বিধায়ক (TMC MLA) বেচারাম মান্না। দুপুর নাগাদ তিনি মানিকতলা থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিলেন। সেসময় একটি ট্যাক্সি আসছিল উলটোদিক থেকে। একটি রাস্তার মোড়ে বাঁক নেওয়ার সময় তাঁর কনভয়ের একটি গাড়ি ওই ট্যাক্সির মুখে পড়ে। দুই গাড়ির সংঘর্ষ ঘটে। আহত হন ট্যাক্সিচালক।
মন্ত্রীর কনভয় (Convoy) দুর্ঘটনার কবলে পড়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁদের মধ্যে দু’জন জখম হন বলে খবর। মন্ত্রী নিজেও দুর্ঘটনার খবর পেয়ে গাড়ি থেকে নেমে পড়েন। জখম ট্যাক্সিচালকের খোঁজখবর নেন। দুই ট্রাফিক পুলিশের আহত হওয়ার খবর জেনে তাঁদেরও খোঁজ নেন বেচারাম মান্না। জানা গিয়েছে, তাঁরা সকলেই অল্পবিস্তর জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে কলকাতার অন্যতম ব্যস্ত এলাকায় সাময়িকভাবে যানজট তৈরি হয়। কিছুক্ষণ পর সেখান থেকে মন্ত্রীর কনভয় চলে গেলে ফের যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.