সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাঁকা রইল রাজ্যপাল অর্থাৎ আচার্যের চেয়ার। সি ভি আনন্দ বোসকে ছাড়াই হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কোর্ট বৈঠক। তার পর শুরু হল সমাবর্তন। তবে রাজ্যপাল না এলেও অনুষ্ঠানে ছিলেন তাঁর মনোনীত জিতেন্দ্রনাথ রায়।
সমাবর্তনকে কেন্দ্র করে কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের মতানৈক্য দেখা দিয়েছে। রাজ্যপাল অর্থাৎ আচার্য বলেছিলেন, কিছুদিন পরই স্থায়ী উপাচার্য নিয়োগ হবে। তারপর সমাবর্তন হোক। রাজভবনের অভিযোগ ছিল, যেভাবে তড়িঘড়ি সমাবর্তনের আয়োজন করা হচ্ছে তা সম্পূর্ণ বৈআইনি। রাজ্যপালের যুক্তি ছিল, এভাবে তাড়াহুড়ো করলে ডিগ্রি প্রাপকদের সমস্যা হতে পারে। কিন্তু তা মানতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে সোমবার বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে অন্তবর্তী উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বোস। পালটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, আইন লঙ্খনের অভিযোগ ভিত্তিহীন।
এনিয়ে টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার সকালে যাদবপুরে সমাবর্তনের আয়োজন করা হয়। নিয়ম অনুযায়ী, সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যপালের। কোর্ট বৈঠকেও শামিল হওয়ার কথা তাঁর। কিন্তু এদিন তাঁকে ছাড়াই ৯ টা বেজে ৪৫ মিনিটে শুরু হয় কোর্ট বৈঠক। তারপর শুরু হয়েছে সমাবর্তন। সূত্রের খবর, এদিনও কোর্ট বৈঠকের বৈধতা নিয়ে বিশ্ববিদ্য়ালয়ে ফোন আসে রাজভবনের তরফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.