ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। যা নিয়ে তৈরি হয়েছিল জটিলতাও। তা সত্ত্বেও ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি। মনে করিয়ে দিলেন মৌলিক অধিকারের কথা। শাসকদলের সাংসদের এহেন মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে।
আর জি কর ইস্যুতে তোলপাড় বাংলা। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসককে হত্যার সুবিচারের দাবিতে এখনও রাস্তায় আমজনতা। এই পরিস্থিতিতে ফের এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন। লিখলেন, “রাত দখলের সঙ্গেই বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ।”
Reclaim the night- Reclaim peoples’ fundamental right to live with human dignity as enshrined in Article 21 of the Constitution of India.🌹
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) September 4, 2024
প্রসঙ্গত, আর জি কর ইস্যুতে প্রথম থেকেই সরব সাংসদ সুখেন্দুশেখর রায়। মেয়েদের রাতদখলের আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতদখলে শামিল হওয়ার কথাও বলেছিলেন তিনি। তবে সিদ্ধান্ত বদল করে ১৪ তারিখ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ধরনায় বসেন তিনি। এখানেই শেষ নয়, পরবর্তীতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তার জেরে আইনি জটিলতার মুখেও পড়তে হয় তাঁকে। একাধিকবার তাঁকে তলব করা হয় লালবাজারে। পোস্টটি মুছেও ফেলতে হয়। কিন্তু তার পর একাধিক পোস্টে আর জি কর ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুখেন্দুশেখর। মনে করিয়েছেন ফরাসি বিপ্লব ও বাস্তিল দুর্গের পতনের কথাও। এবার মৌলিক অধিকার বুঝে নেওয়ার বার্তা দিলেন তৃণমূল সাংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.