Advertisement
Advertisement

Breaking News

Calcutta HC

গণনা টেবিলের ধারেকাছেও যেন না থাকেন অস্থায়ী কর্মীরা! স্পষ্ট নির্দেশ হাই কোর্টের

নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোট গণনায় কর্মী নিয়োগ করতে হবে, বলছে কোর্ট।

Contractual staff are not allowed at counting table, says Calcutta HC
Published by: Paramita Paul
  • Posted:June 3, 2024 4:56 pm
  • Updated:June 3, 2024 5:32 pm  

গোবিন্দ রায়: লোকসভার ভোট গণনাকেন্দ্রের টেবিলে কোনও অস্থায়ী কর্মীকে বসানো যাবে না। অঙ্গনওয়ারি কর্মী, আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা, সিভিক ভলান্টিয়ার বা ওই স্থানীয় কোনও অস্থায়ী কর্মী গণনা টেবিলে থাকবে না। সোমবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোট গণনায় কর্মী নিয়োগ করতে হবে।

অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ভোট গণনায় যুক্ত করার কমিশনের প্রবণতাকে চ্যালেঞ্জ করে মামলা করেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা সেখানে বেআইনিভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে বলে অভিযোগ করা হয়। এদিন আদালতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, ডিসিআরসিতে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের। DCRC গুরুত্বপূর্ণ জায়গা। হাওড়া ও বালি পুরসভার চুক্তি কর্মীদের নিয়োগ করা হয়েছে। পালটা কমিশনের আইনজীবী বলেন,”প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের মধ্যে কাউকে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হয়নি। মামলায় কোনও প্রমাণ দেখানো হয়নি, যেখানে এমন কর্মী নেওয়া হয়েছে।” কমিশন সাফ জানিয়ে দিয়েছে, গণনা টেবিলে একজনও অস্থায়ী কর্মী থাকবেন না।

Advertisement

[আরও পড়ুন: ‘রিফর্ম-পারফর্ম-ট্রান্সফর্ম’, ধ্যান শেষে উন্নত ভারতের কোন রূপরেখা আঁকলেন মোদি?]

দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, কমিশনের গাইড লাইন অনুযায়ী যে সব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে, সেখানে তাঁরা যাতে ভোট গণনা টেবিলের কাছে না যেতে পারেন তা নিশ্চিত করতে হবে।

[আরও পড়ুন: অবিলম্বে যমুনা রিভার বোর্ডের বৈঠকের নির্দেশ, দিল্লির জল সংকট মেটাতে আসরে সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement