Advertisement
Advertisement

Breaking News

DA

হাই কোর্টের নির্দেশের পরও মেলেনি বকেয়া DA, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

আগামী ২৫ আগস্ট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Contempt case files against West Bengal govt in Calcutta HC on DA issue | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 22, 2022 6:36 pm
  • Updated:August 22, 2022 7:41 pm  

রাহুল রায়: হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ সত্বেও সরকারি কর্মচারীদের বকেয় মহার্ঘভাতা বা ডিএ (DA) মেটায়নি রাজ্য। তাই এবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হল কলকাতা হাই কোর্টে। যদিও আদালতের পুরনো রায় বিবেচনার জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

সোমবার ইউনিটি ফোরামের তরফে মামলা দায়ের করা হয়। তাঁদের দাবি, গত মে মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য তিনমাস সময় বেঁধে দিয়েছিল হাই কোর্ট। গত ১৯ আগস্ট সেই তিনমাসের সময়সীমা উত্তীর্ণ হয়েছে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি রাজ্য। যা আদালত অবমাননার সামিল। সেই ইস্যুতে এবার মামলা দায়ের হল আদালতে। আগামী ২৫ আগস্ট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: আরও বাড়ল দুর্গাপুজোর অনুদান, রাজ্যের ক্লাবগুলির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সরব বিরোধীরাও। তাঁদের কটাক্ষ, পুজোর জন্য কমিটিগুলিকে আড়াই শো কোটি টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার। অথচ সরকারি কর্মচারীদের বকেয় মহার্ঘভাতা মেটাচ্ছে না। ভোট ব্যাংকের রাজনীতি করছে রাজ্য। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “টাকা নেই তাই ডিএ বাদ। অথচ পুজোর অনুদানের নামে কোটি কোটি টাকা বিলিয়ে দিচ্ছে।”

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার দাবিতে স্যাটে ২০১৬ সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। আবেদনে বলা ছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। মামলার পরিপ্রেক্ষিতে SAT-এর রায়ই বহাল রাখে হাই কোর্ট। কিন্তু সেই রায়ের পর তিনমাস শেষ হয়েছে। তারপরই রাজ্য সরকার রিভিউ পিটিশন দায়ের করে। এবার রাজ্যের বিরুদ্ধে পালটা আদালত অবমাননার মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।  

[আরও পড়ুন: আরও বাড়ল দুর্গাপুজোর অনুদান, রাজ্যের ক্লাবগুলির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement