সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাকেশ সিং৷ সোমবার নয়াদিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখালেন এআইসিসি-র সদ্য প্রাক্তন সদস্য৷ উত্তরীয় পরিয়ে রাকেশ সিং-কে দলে স্বাগত জানালেন বিজেপি নেতারা৷ পাশাপাশি, রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মুকুল-কৈলাসরা৷ হুঁশিয়ারির সুরে জানালেন, আগামী দিনে শাসকদলের তাবড় তাবড় নেতারা বিজেপিতে যোগদান করবেন৷
[নকলে বাধা, শ্যামবাজার এভি স্কুলে বোমাবাজি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ]
রাকেশ সিং ছাড়াও সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা ডক্টর গৌতম ঘোষ, তৃণমূলের লিগ্যাল সেল এবং রাজ্য সরকারের লিগ্যাল প্যানেলের সদস্য দেবযানী দাশগুপ্ত৷ এদিন আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সরব হলেন বিজেপি নেতা মুকুল রায়৷ তাঁর কথায়, রাজ্য সরকার মিথ্যা মামলায় ফাঁসাবে, এই ভয়ে এতদিন অনেকেই বিজেপিতে যোগদান করছিলেন না৷ রবিবার বিকেলেই নির্বাচন ঘোষণা হয়েগিয়েছে৷ এবার বিজেপিতে যোগদানের লাইন পড়বে৷
[৭ দফার ভোটে তৃণমূলের ‘দফারফা’! নির্বাচনী নির্ঘণ্টে খুশি বিজেপি]
মুকুলের সুরেই তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷জানান, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতারা এবার লাইন দিয়ে বিজেপিতে যোগদান করবেন৷ এদিন কৈলাস আরও জানান, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে, রাজ্য পুলিশকে আসন্ন লোকসভা নির্বাচনের কাজে অব্যাহতি দেওয়ার আবেদন জানাবে বিজেপি৷ গত নির্বাচনগুলিতে যেভাবে পশ্চিমবঙ্গে হিংসা হয়েছে, সেই ভিডিও নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হবে৷ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের পুলিশ রাজ্য সরকারের হয়ে কাজ করছে। তাই নির্বাচনে পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। আগেকার নির্বাচনী সন্ত্রাস নিয়ে বরাবরই পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা। কমিশনে একাধিকবার নালিশও জানিয়েছেন।আসন্ন লোকসভাতেও এটাই যে তৃণমূল বিরোধী অস্ত্র হয়ে উঠবে বিজেপির, তা নিয়ে সংশয়ের কোনও অবকাশই আর নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.