Advertisement
Advertisement
Congress

প্রথম দু’দফার জন্য প্রার্থীদের নাম ঘোষণা কংগ্রেসের, দেখে নিন তালিকা

বাগমুণ্ডি থেকে লড়াইয়ে নামবেন নেপাল মাহাতো।

Congress announced names of candidates for first 2 phases of Assembly Election 2021 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 6, 2021 10:25 pm
  • Updated:March 7, 2021 9:56 am  

বুদ্ধদেব সেনগুপ্ত: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ইতিমধ্যেই নিজেদের তালিকা প্রকাশ করেছে বামেরা। প্রথম দুই দফার জন্য মোট ৩৮ জন বাম প্রার্থীর নাম রয়েছে তালিকায়। আর শনিবার রাতে মোট ১৩ জন প্রার্থীর নাম প্রকাশ্যে আনল অন্যতম জোট শরিক কংগ্রেস। বাগমুণ্ডি থেকে লড়াইয়ে নামবেন নেপাল মাহাতো। তবে এখনও নন্দীগ্রাম নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি সংযুক্ত মোর্চার তরফে। একনজরে দেখে নিন ঘোষিত প্রার্থী তালিকা। 

দক্ষিণ ২৪ পরগনা
কেন্দ্র প্রার্থী
পাথরপ্রতিমা সুখদেব বেরা
কাকদ্বীপ ইন্দ্রনীল রাউত

Advertisement
পূর্ব মেদিনীপুর
কেন্দ্র প্রার্থী
ময়না মানিক ভৌমিক
ভগবানপুর শিউ মাইতি
এগরা মানস কুমার কর মহাপাত্র

[আরও পড়ুন: বেনোজলে আস্থা নেই? প্রথম প্রার্থী তালিকায় পুরনো সৈনিকদেরই প্রাধান্য দিল বিজেপি ]

পশ্চিম মেদিনীপুর
কেন্দ্র প্রার্থী
খড়গপুর সদর সমীর রায়
সবং চিরঞ্জীব ভৌমিক 

পুরুলিয়া
কেন্দ্র প্রার্থী
বলরামপুর উত্তর বন্দ্যোপাধ্যায়
বাঘমুণ্ডি নেপাল মাহাতো
পুরুলিয়া পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়

বাঁকুড়া
কেন্দ্র প্রার্থী
বাঁকুড়া রাধারানি বন্দ্যোপাধ্যায়
বিষ্ণুপুর দেবু চট্টোপাধ্যায়
কোতুলপুর অক্ষয় সাঁতরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement