Advertisement
Advertisement

খামখেয়ালি আবহাওয়ায় বাড়ছে সর্দি-কাশি, জাঁকিয়ে শীতের দেরি

আবহাওয়ার খামখেয়ালিপনায় রাজ্যে ঢুকছে পারছে না শীত৷

Confusing weather in kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 3:00 pm
  • Updated:November 24, 2016 3:00 pm

স্টাফ রিপোর্টার: আবহাওয়ার খামখেয়ালিপনায় রাজ্যে ঢুকছে পারছে না শীত৷ কখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, কখনও বাংলাদেশ-ত্রিপুরার উপর উচ্চচাপ বলয়ের জেরে বাংলায় শীতের প্রভাব সেভাবে পড়ছে না বলে জানাচ্ছেন আবহবিদরা৷ মৌসম ভবন সূত্রে খবর, আগামী সপ্তাহেও আবহাওয়ার এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে৷ সপ্তাহের শেষ দিকে অর্থাত্‍ মাসের শেষে শীতের প্রকোপ আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

কলকাতায় যাঁরা বাসে-ট্রামে চলাফেরা করছেন, তাঁরা দুপুরে গরমের দাপট স্পষ্ট বুঝতে পারছেন৷ বাইরে থেকে ঘেমেনেয়ে অফিসে ঢুকে ফ্যান চালাতে বাধ্য হচ্ছেন৷ বাড়ি ফিরছেন ভিড় ট্রেনে৷ ঘরে ঢুকেও গলদঘর্ম অবস্থা সামাল দিতে যেই না ফুল স্পিডে ফ্যান ছাড়ছেন, প্রথমে স্বস্তি দিলেও বেশিক্ষণ চললে ঠান্ডা লাগছে৷ রাতে হালকা পাখা চালিয়ে যাঁরা ঘুমোচ্ছেন, তাঁদের ভোরে ঠান্ডা লেগে যাচ্ছে৷ মাথা ভার, ঢোক গিললে গলায় ব্যথা অনুভব করছেন৷ সর্দি-কাশির সঙ্গে জ্বরও অনেকের শরীরে বাসা বাঁধছে৷ মর্নিংওয়াকে বেরিয়ে যাঁরা গলা ও কান ঢাকছেন না, তাঁদের ঠান্ডা লাগা প্রায় নিশ্চিত হয়ে উঠেছে৷ তবে জেলার দিকে সকাল ও সন্ধেয় সামান্য হলেও ঠান্ডা পড়েছে৷ সোয়েটার, চাদর ব্যবহার করছেন রাঢ় বঙ্গের বাসিন্দারা৷ উত্তরবঙ্গেও হালকা ঠান্ডার আমেজ রয়েছে৷

Advertisement

বেশ কিছুদিন ধরে পরিষ্কার আকাশের জন্য শীতের প্রভাব কিছুটা হলেও পড়ছিল৷ উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা কমছিলও৷ কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকেই সেই পরিস্হিতি বদলাতে শুরু করে৷ আলিপুর হাওয়া অফিস বলছে, বাংলাদেশ ও ত্রিপুরার উপর তৈরি হওয়া উচ্চচাপ বলয়ই এর জন্য অধিকাংশে দায়ী৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে ঠেলে উত্তুরে হাওয়া হিমালয় থেকে বয়ে এলেও উচ্চচাপ বলয়ের টানে তা ক্রমশ উপরে উঠে যাচ্ছে৷ সঙ্গে সমুদ্রের উষ্ণ বায়ুর জন্য তার প্রভাবও নষ্ট হয়ে যাচ্ছে৷ এর ফলে শীতের কিছুটা উপস্থিতি মালুম হলেও, পুরোপুরি তা জাঁকিয়ে বসতে পারছে না৷ বারবার ধাক্কা খেতে হচ্ছে দু’মুখী আবহাওয়ার কাছে৷ আবহাওয়ার দুর্বলতায় নানারকম অ্যালার্জির কবলে পড়তে হচ্ছে মানুষকে৷ রাস্তায় ধুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় হাঁপানি রোগীদের নানা রকমের শারীরিক সমস্যা তৈরি হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement