স্টাফ রিপোর্টার: রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার (Election Commissioner) হিসাবে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম প্রস্তাব রাজ্যের। তবে সেই নামে ছাড়পত্র দেওয়ার আগে আরও তথ্য চাইছেন রাজ্যপাল। সূত্রের খবর, রাজীব সিনহা সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য জানতে চেয়ে নোট পাঠিয়েছে রাজভবন।
উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) বর্তমান কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মে। ২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেবেন। বস্তুত, পঞ্চায়েত ভোটের দায়িত্বে থাকবেন নতুন নির্বাচন কমিশনারই। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ সময়ে রাজ্য প্রশাসনে অভিজ্ঞ রাজীব সিনহাকে দায়িত্বে চাইছে নবান্ন।
পালটা রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি নোট পাঠিয়ে জানতে চেয়েছেন, কেন রাজীব সিনহার নামই প্রস্তাব করা হচ্ছে? রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব সম্পর্কে আরও তথ্য জানতে চেয়েছে রাজভবন। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও রাজ্যের সঙ্গে সংঘাতে যেতে চাইছেন রাজ্যপাল?
যদিও প্রশাসন সূত্রে খবর, এভাবে রাজভবনের নোট পাঠানো দস্তুর। রাজ্যপাল ব্যাখ্যা চেয়ে পাঠাতেই পারেন। দায়িত্বে যাকে রাখা হবে তাঁর কেরিয়ার সম্পর্কে তথ্য চেয়ে থাকে রাজভবন। মার্চে সৌরভ দাসের (Sourav Das) চাকরির মেয়াদ শেষের পর দু’মাসের এক্সটেনশন দেয় রাজ্য। অন্যদিকে, রাজীব সিনহা মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর ডব্লুবিআইডিসির চেয়ারম্যান ও পরে ডব্লুবিআইআইডিসির চেয়ারম্যান পদে ছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.