সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ থেকেই আইসিএসই ও আইএসসি পরীক্ষায় শুরু হতে চলেছে কম্পার্টমেন্টাল পরীক্ষা পদ্ধতি। অর্থাৎ, পরীক্ষার্থীরা প্রথমবারের চেষ্টায় এই দুই পরীক্ষায় সফল হতে না পারলে বা পাশ করতে না পারলে, একবছর আর অপেক্ষা করতে হবে না তাঁদের৷ বরং এই কম্পার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে পারবেন তাঁরা৷
[আইনজীবী রজত দে খুনে জড়িত সন্দেহে গ্রেপ্তার স্ত্রী অনিন্দিতা]
বোর্ডের অধীনস্থ সমস্ত স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষকদের কাছে সম্প্রতি এই নির্দেশিকা পৌঁছে দিয়েছেন বোর্ড চেয়ারম্যান গ্যারি আরাথুন৷ সূত্রের খবর নির্দেশিকায় তিনি জানিয়েছেন, পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই প্রথমবার এমন কম্পার্টমেন্টাল পরীক্ষা ব্যবস্থা শুরু করতে চলেছে বোর্ড৷ প্রত্যেক বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে আইসিএসই বোর্ড ও আইএসসি বোর্ডের পরীক্ষা হয়ে থাকে। তবে, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে হবে এই কম্পার্টমেন্টাল পরীক্ষা৷ যার ফলপ্রকাশ হবে আগস্ট মাসে৷ জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কোনও পরীক্ষার্থী ইংরেজি এবং আরও দুটি বিষয়ে পাশ করলে, চতুর্থ বিষয়টির কম্পার্টমেন্টাল পরীক্ষায় বসতে পারবেন তিনি৷ একইভাবে, দশম শ্রেণির পরীক্ষায় কোনও পরীক্ষার্থী ইংরেজি এবং আরও তিনটি বিষয়ে পাশ করলে পঞ্চম বিষয়টির কম্পার্টমেন্টাল পরীক্ষায় বসা যাবে৷
[হেরম্বচন্দ্রের পর শিবনাথ শাস্ত্রী কলেজ, সাউথ সিটিতে ফের হাজিরা আন্দোলন]
কেবল কম্পার্টমেন্টাল পরীক্ষা চালু করাই নয়, পাশাপাশি মার্কশিটের ক্ষেত্রেও পরিবর্তন আনতে চলেছে বোর্ড কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, আগামী বছর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা প্রত্যেক বিষয়ে তাঁদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন৷ এতদিন কেবল মাত্র নির্দিষ্ট গ্রুপের গড় নম্বর জানতে পারতেন তাঁরা৷ কিন্তু মার্কশিটের এই পদ্ধতিরও অবসান ঘটতে চলেছে আগামী বছর থেকে৷ অর্থাৎ, একজন পরীক্ষার্থীর প্রত্যেক বিষয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকবে মার্কশিটে৷ বোর্ডের এই দুই সিদ্ধান্তে স্বভাবতই খুশি পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা৷ এই ব্যবস্থা আরও আগে শুরু করা উচিত ছিল বলে তাঁদের মত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.