Advertisement
Advertisement

Breaking News

একবছরে দ্বিগুণ হকার বেড়েছে শিয়ালদহে, ভোগান্তি নিত্যযাত্রীদের

ইস্ট-ওয়েস্ট মেট্রোর দিক বদলের সুযোগে৷

Commuters face trouble over growing hawker encroachment at Sealdah station
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2017 3:31 am
  • Updated:May 25, 2017 4:45 am  

সুব্রত বিশ্বাস: ইস্ট-ওয়েস্ট মেট্রোর দিক বদলের সুযোগে শিয়ালদহ স্টেশন চত্বরে দিন দিন বেড়ে চলেছে হকারের সংখ্যা৷ এই বাড়তি সংখ্যা এখন যাত্রীদের নিত্যযন্ত্রণায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ যাত্রীদের অভিযোগ, হকার ঠেলে স্টেশনে পৌঁছনোর পর দেখা যাচ্ছে ট্রেন ‘বাই বাই’৷ শিয়ালদহের ডিআরএম বাসুদেব পান্ডা যাত্রীদের এই সমস্যা অনুভব করে বলেন, “হকারদের বারবার সরিয়ে দেওয়া হলেও আবার তাঁরা চলে আসছে৷ কিছুদিন আগেই টানা পনেরো দিন ধরে আরপিএফ প্রহরা দেওয়া হয়েছিল৷ তা সরিয়ে নেওয়ায় আবার হকার বসছে৷”

স্টেশন চত্বরে হকারির রেওয়াজ বহু পুরনো হলেও এখন রীতি বদলে তা রীতিমতো ব্যবসার আকার নিয়েছে৷ চত্বরটি রেলের আওতায় হলেও আইনি পরিকাঠামোয় কলকাতা পুলিশের এক্তিয়ারে৷ ফলে দায় এড়াতে এ ওর ঘাড়ে দোষ চাপিয়ে দেয় বলে উভয় পক্ষই স্বীকার করেছে৷ দায় নিতে না চাইলেও পকেট ভরছে উভয় পক্ষের, খবর সূত্রের৷ আর এই সুযোগে দিন দিন বাড়ছে হকার৷ এক শ্রেণির রাজনৈতিক দাদাদের মদতে বাড়ছে হকারের সংখ্যা৷ রীতিমতো দৈনিক ভাড়ার মতো টাকা গুনতে হয় হকারদের৷ রাজনৈতিক দাদাদের পকেটে যায় হকারদের আয় করা টাকার একাংশ৷ পুলিশ, আরপিএফ, জিআরপির আলাদা-আলাদা হকার গোষ্ঠী রয়েছে বলে জানা গিয়েছে৷ কার আওতায় কে, এইভাবেই দৈনিক হকারদের থেকে টাকা নেন তাঁরা৷ আর এতেই সব সমস্যা দূর হয় হকারদের৷

Advertisement

[মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল!]

শিয়ালদহ স্টেশনে প্রবেশের জন্য রয়েছে সাউথ গেট, নর্থ গেট ও প্রফুল্ল গেট৷ সব গেটে যাতায়াতের রাস্তার হাল একই৷ হকারদের দখলে৷ তবে এই সংখ্যাটা এক বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি হয়েছে বলে যাত্রীদের অভিযোগ৷ রেল প্রশাসনের একাংশ এজন্য মেট্রোর নির্মাণকাজের জন্য বারবার দিক পরিবর্তনকেই দায়ী করেছে৷ নতুন যাতায়াতের পথ হলেই সেই পথে হকাররা চলে আসছে৷ আর সেই সুযোগে বাড়ছে তাদের সংখ্যা৷ ‘নতুন করে হকার নয়-৷’ এমন নীতির মুখে নতুন হকারদের পড়তে হচ্ছে না৷ কারণ, পুরনো জায়গা না হওয়ায় নতুন হকারদের চিহিত করা যাচ্ছে না, ফলে রাজনৈতিক দাদাদের ‘খুশি’ করেই হকারের সংখ্যা বেড়ে চলেছে এই সুযোগে৷ দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আরপিএফ, জিআরপির প্রাপ্তির পরিমাণও বাড়ছে পাল্লা দিয়ে৷

নিত্যযাত্রীদের অভিযোগ, স্টেশনের সামনে মাঝ বরাবর নতুন যে পথ হয়েছে সেখানে হকারের সংখ্যা এতটাই যে, যাত্রীরা ওই পথ দিয়ে চলাচল করতেই পারেন না৷ শিয়ালদহ রেল পুলিশের সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, হাওড়ার মতো শিয়ালদহে প্রিপেড ট্যাক্সি বুথ হবে ওখানে৷ ফলে ওই এলাকাটি এখন কলকাতা পুলিশ দেখাশোনা করছে৷ বুথ তৈরির পর এলাকার সমস্যা মিটলে জিআরপি ওই এলাকাটি সাফসুতরো রাখবে৷ যাত্রীদের ধারণা, সমস্যা মিটবে না বরং বাড়বে দিন দিন৷ সহ্যশক্তিকে বাড়ানোর পন্থা খুঁজছেন তাঁরা৷

[মোবাইলে মনুয়ার আপত্তিজনক সেলফির জন্যই কি খুন অনুপম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement