নব্যেন্দু হাজরা: খুব শীঘ্রই চালু হতে চলেছে নিউ গড়িয়া-রুবি মেট্রো লাইন? সোমবার পরিদর্শনে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস। সকাল ৯ টায় নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত তাঁরা লাইন পরিদর্শন করেন। প্রতিটি স্টেশনের যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন আধিকারিকরা।
মেট্রো সূত্রে খবর, জোকা-তারাতলার মতো এই লাইনেও প্রথমে একটি মাত্র ট্রেনই যাতায়াত করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীসংখ্যা দেখে তবে সেই সংখ্যা বাড়ানো হবে। সোমবার গোটা দিন ধরেই পরিদর্শনের কাজ চলবে। তাঁরা লাইন দেখে যাওয়ার পর মতামত জানাবেন। কিছু সমস্যা থাকলে তা শুধরে নিয়ে পরিষেবা চালু করে দেওয়া হবে।
ইতিমধ্যেই প্রতিটি স্টেশনেরই কাজ শেষ। নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে ট্রায়াল রান শেষ হয়েছে ভালভাবেই। অনেকদিন আগেই সিআরএসের জন্য আবেদন করে মেট্রো কর্তৃপক্ষ। অবশেষে সোমবার আধিকারিকরা শহরে আসেন। ৫.৪ কিলোমিটার এই রুটে মোট পাঁচটি স্টেশন রয়েছে।
স্টেশনগুলির নাম যথাক্রমে কবি সুভাষ, সত্যজিৎ রায়, কবি সুকান্ত, জ্যোতিরিন্দ্র নন্দী, হেমন্ত মুখোপাধ্যায়। মনে করা হচ্ছে, এই অংশে পরিদর্শনের কাজ একদিনেই শেষ করে দেবে সিআরএস। তারপর ফিরে তাঁরা তাঁদের মতামত জানাবে। আর সবকিছু ঠিকঠাক থাকলে জোকা-তারাতলার পর এই লাইনেও যাত্রী নিয়ে ছোটা শুরু করবে মেট্রো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.