Advertisement
Advertisement

তোলাবাজি রুখতে এবার অনলাইনে কলেজে ভরতি, ঘোষণা পার্থর

কী জানালেন শিক্ষামন্ত্রী? দেখুন ভিডিও৷

College admissions to be held online,  Govt issue notification
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 5:31 pm
  • Updated:July 3, 2018 5:31 pm  

দীপংকর মণ্ডল: কাউন্সেলিং বা ভেরিফিকেশন জন্য তো নয়ই, কলেজে গিয়ে আর ভরতিও হতে হবে না পড়ুয়াদেরও৷ স্নাতক ও স্নাকতোত্তরে ভরতি প্রক্রিয়া চলবে অনলাইনে৷ পড়ুয়ারা সরাসরি ক্লাস করতে যাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে৷ চাপে মুখে ভরতি নিয়মই পালটে ফেলল উচ্চশিক্ষা দপ্তর৷ মঙ্গলবার জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ সাংবাদিক সম্মেলনে করে নয়া নিয়মের কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও৷ শুধু তাই নয়, ভরতির নামে তোলাবাজির অভিযোগে গুরদাস, নর্থ সিটি, বিদ্যাসাগর ও আনন্দমোহন কলেজে টিএমসিপির ইউনিট ভেঙে দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেছেন তিনি৷

[কলেজে ভরতির নামে তোলাবাজি বরদাস্ত নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর]

Advertisement

কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা চালু নেই৷ তবে স্নাতক ও স্নাতকোত্তরে ভরতির জন্য অনলাইনে আবেদন করা যায়৷ মেধাতালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট কলেজে যেতে হয় পড়ুয়াদের৷ নির্দিষ্ট দিনের হয় কাউন্সেলিং ও ভেরিফিকেশন৷ কোনও কোনও কলেজে সেদিনই টাকা জমা দিয়ে ভরতি হয়ে যান পড়ুয়ারা, কোথাও আবার ভরতি হওয়ার জন্য ফের একবার পড়ুয়াদের কলেজে যেতে হয়৷ এই নিয়মেরই অবসান ঘটল৷ উচ্চশিক্ষা দপ্তরের নয়া বিজ্ঞপ্তি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাউন্সেলিং, ভেরিফিকেশন, এমনকী, ভরতির জন্য ছাত্র-ছাত্রীদের আর কলেজে ডাকা যাবে না৷ অনলাইনে আবেদনের ভিত্তিতে প্রকাশ করতে হবে মেধাতালিকা৷ যাঁরা মেধাতালিকায় স্থান পেলেন, তাঁদের ফোনে খবর দেবে কলেজ কর্তৃপক্ষ৷ ভরতির জন্য ই-পেমেন্টে মাধ্যমে টাকা জমা দেবেন পড়ুয়ারা৷ এরপর সরাসরি ক্লাস করতে কলেজে যাবেন তাঁরা৷ কিন্তু তাহলে কী পড়ুয়াদের সার্টিফিকেট বা অন্য নথি যাচাই করে দেখা হবে না?  উচ্চশিক্ষা দপ্তরে জানিয়েছে, ক্লাস শুরু হওয়ার পর একটি নির্দিষ্ট দিনে হবে ভেরিফিকেশন৷ তখন যদি কোনও পড়ুয়ার পেশ করা নথিতে অসঙ্গতি ধরা পড়ে, তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷

শহর থেকে শহরতলি৷ বিভিন্ন কলেজের ভরতি নামে পড়ুয়াদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ ওঠেছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত শাসক দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাই৷ সোমবার তোলাবাজির অভিযোগে জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে গ্রেপ্তারও করেছে পুলিশ৷ তিনি আবার খোদ টিএমসিপি সভানেত্রী জয়া দত্তের অত্যন্ত ঘনিষ্ট৷ পড়ুয়াদের অভিযোগ, কাউন্সেলিং ও ভেরিফিকেশনের দিনেই তাঁদের কাছে টাকা চাইছেন শাসকদলের ছাত্রনেতারা৷ টাকা না দিলে কলেজে ঢুকতেই দেওয়া হচ্ছে না৷ ঘটনার অত্যন্ত ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা স্বয়ং৷ সোমবার নিজের বাড়িতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন তিনি৷ সেই বৈঠকের পরের দিনই বিজ্ঞপ্তি জারি ভরতির নয়া নিয়ম চালু করল উচ্চশিক্ষা দপ্তর৷ দুপুরে সাংবাদিক সম্মেলন করলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শুধু তাই নয়, তোলাবাজির অভিযোগে গুরুদাস, নর্থ সিটি, বিদ্যাসাগর ও আনন্দমোহন কলেজে টিএমসিসি ইউনিটও ভেঙে দিল শাসকদল৷

দেখুন ভিডিও:

[ভরতির নামে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement