Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে তথ্য-প্রযুক্তি শিল্প গড়বে কগনিজেন্ট

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে৷

Cognizant will open IT-firm at New Town
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 12:56 pm
  • Updated:August 3, 2016 12:56 pm  

স্টাফ রিপোর্টার: বানতলার পর নিউটাউনে তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ছে নামি আইটি সংস্থা কগনিজেন্ট টেকনোলজি সার্ভিসেস৷ এই প্রকল্প তৈরির জন্য ১৫ একর জমি দিচ্ছে রাজ্যের সংস্থা হিডকো৷ শুধু তাই নয়, প্রকল্প সম্পূর্ণ হলে অন্তত ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে৷ তাই রাজ্যে তথ্য-প্রযুক্তি শিল্পের প্রসারের জন্য জমির ডেভালপমেন্ট চার্জের জন্য ধার্য্য মোটা অঙ্কের অর্থও মকুব করল রাজ্য৷

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পের প্রসার ও কর্মসংস্থানকে আরও বেশি করে উৎসাহ দিতে সরকারি সংস্থা হিডকো কোনওরকম ডেভালপমেন্ট চার্জ নেবে না হিডকো৷ হিডকো সূত্রে খবর, অন্তত কোটি টাকার অর্থ মকুব করছে রাজ্য৷ পার্থবাবু বলেছেন, “হিডকো থেকে প্রায় ৫০ একর জমি নিয়েছিল বেসরকারি সংস্থা বেঙ্গল সাপুরজি প্রাইভেট লিমিটেড৷ তার থেকেই ১৫ একর জমি হিডকোর তরফ থেকে কগনিজেন্টকে দেওয়া হচ্ছে৷”

Advertisement

অন্যদিকে নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশিস সেন বলেন, “২০০৮ সাল নাগাদ বেসরকারি সংস্থা সাপুরজি পূর্বতন সরকারের একশো একর জমি নেয়৷ শর্ত ছিল ওই জমির ৫০ শতাংশ আবাসন তৈরির কাজে ব্যবহার করা হবে৷ বাকি ৫০ শতাংশ জমি নিজেদের মতো করে বাণিজ্যিক কাজে ব্যবহার করতে হবে৷ সেই শর্ত মেনেই ৫০ একর জমির মধ্যে ১৫ একর জমি কগনিজেন্টকে তথ্য প্রযুক্তি শিল্প তৈরির জন্য দেওয়া হচ্ছে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement