Advertisement
Advertisement
Bikash Mishra

কয়লাপাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন বিকাশ মিশ্রর, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কী শর্ত জানেন?

Coal smuggling accused Bikash Mishra granted bail from Calcutta HC
Published by: Sayani Sen
  • Posted:September 30, 2022 2:52 pm
  • Updated:September 30, 2022 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লাপাচার কাণ্ডে জামিন পেলেন বিকাশ মিশ্র (Bikash Mishra)। কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে ৫ লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছে তাকে। কয়লাপাচার কাণ্ডে ২০২১ সালের মার্চে গ্রেপ্তার হন বিকাশ মিশ্র। 

কলকাতা হাই কোর্টের শর্ত অনুযায়ী,

Advertisement
  • আপাতত বিকাশকে থাকতে হবে কলকাতা পুরসভা এলাকায়।
  • এর বাইরে কোথাও যেতে পারবেন না তিনি।
  • বিদেশেও যেতে পারবেন না বিকাশ।
  • তার পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা রাখতে হবে।
  • চিকিৎসার প্রয়োজনে বাইরে কোথাও যেতে হলে সিবিআইয়ের কাছে নিতে হবে অনুমতি।
  • তদন্তে সবরকম শুনানি চলাকালীন আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিতে হবে বিকাশকে।

[আরও পড়ুন: হাই কোর্টে ধাক্কা অভিষেক-শ্যালিকার, ইডির বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলা খারিজ]  

২০২০ সালের ১৮ নভেম্বর গ্রেপ্তার করা হয় বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে। ওই বছরেরই ২ ডিসেম্বর আসানসোল বিশেষ সিবিআই আদালত থেকে জামিনে মুক্ত হন সতীশ। ২০২০ সালের ১১ ডিসেম্বর আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল হক। ২০২২ সালের ২৭ জানুয়ারি জামিনে মুক্ত হন তিনি। ২০২১ সালের মার্চে ইডি প্রথম দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করে। প্রেসিডেন্সি জেলেই ছিলেন তিনি। তবে শুক্রবার তাকে শর্তসাপেক্ষ জামিন দিল কলকাতা হাই কোর্ট।

সম্প্রতি গরু পাচার মামলায় (Cattle smuggling) সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিবিআই। আসানসোল বিশেষ সিবিআই আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে নাম ছিল বিকাশ মিশ্ররও। কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিকাশ।

[আরও পড়ুন: শিয়ালদহ-হাওড়ায় আরও ৫ নতুন লোকাল ট্রেন, আগামী মাস থেকে বদলাচ্ছে রেলের সময়সূচি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement