Advertisement
Advertisement
Raju Jha

ED-CBI দুই রাজনৈতিক দল, কেন্দ্রের সঙ্গে জোট বেঁধে বিরোধীদের নিশানা! মাফিয়া খুনে তোপ বাবুলের

ইডি-সিবিআই এড়াতে রাজুর মতো অনেক মাফিয়ারাই বিজেপিতে, খোঁচা বাবুলের।

Babul Supriyo slams ED and CBI on targeting oppositions | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 2, 2023 9:41 am
  • Updated:May 19, 2023 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাজ্য়ের মন্ত্রী বাবুল সুপ্রিয়র নিশানায় ইডি-সিবিআই। টুইটে প্রাক্তন বিজেপি সাংসদের অভিযোগ, ইডি-সিবিআই দু’টি রাজনৈতিক দলের মতো কাজ করছে। কেন্দ্রে তাঁরা বিজেপির সঙ্গে জোট সরকারে রয়েছে, তাই স্রেফ বিরোধীদের বিরুদ্ধে কাজ করছে দুই তদন্তকারী সংস্থা। বাবুলের বিস্ফোরক দাবি,
তৎকালীন কয়লামন্ত্রীদের কাছে যাদের বিরুদ্ধে অনেক ‘তথ্য’ দিয়েছিলাম, স্বয়ং কয়লমন্ত্রীর সঙ্গে সেই সব কয়লা মাফিয়াদের আলাপ করানো হচ্ছে। বাবুলের প্রশ্ন, তাঁরা ‘শুদ্ধ’ হচ্ছে কীভাবে? স্বাভাবিকভাবেই বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্নে অস্বস্তিতে গেরুয়া শিবির। শক্তিগড়ে শুটআউটের পর এমনিতেই বিজেপি ও কয়লা মাফিয়াদের সম্পর্ক সামনে এসেছে। এমন পরিস্থিতিতে বাবুলের তোপে বেকায়দায় সুকান্ত-শুভেন্দুরা। 

 

Advertisement

[আরও পড়ুন: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর সাতটি গুলি, শক্তিগড়ে খুন বিজেপি ঘনিষ্ঠ কয়লা মাফিয়া]

শক্তিগড় শুটআউটে নিহত রাজু ঝাঁয়ের রাজনৈতিক পরিচয় নিয়ে ইতিমধ্য়ে চাপানউতোর শুরু হয়েছে। বাবুলের অভিযোগ, কৈলাস ও দিলীপের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজু ঝাঁ। তিনি পরপর বেশ কয়েকটি টুইট করেন। প্রথম টুইটে তাঁর দাবি, রাজু ঝাকে নিয়েই তাঁর সঙ্গে বঙ্গ বিজেপির কিছু নেতার চূড়ান্ত মতবিরোধ হয়। সঙ্গে বাবুলের খোঁচা, “রাজুকে ঘটা করে বিজেপিতে যোগদান করায় দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়। এবার এরা বলবে ‘চিনি না’!” শুধু কৈলাস-দিলীপ নয়, রাজ্যের মন্ত্রী নিশানা করেছেন বিধায়ক লক্ষ্মণ ঘড়ুইকেও। তাঁর দাবি, রাজুকে বিজেপিতে আনতে মধ্যস্থতা করেছিলেন লক্ষ্মণই।

 

সূত্রের খবর, রাজু ঝাঁ আসানসোল-দুর্গাপুর এলাকায় কয়লা মাফিয়া হিসেবে পরিচিত। গরু পাচারের কিংপিন আবদুল লতিফের সঙ্গেও তাঁর যোগ ছিল বলে সূত্রের দাবি। সিপিএমের হাত ধরে উত্থান। তবে সিবিআই-ইডির নজরে পড়তেই তাঁর রাজনৈতিক কাজকর্ম অনেকটা কমে আসে। বরং সামাজিক কাজে যুক্ত ছিলেন তিনি। ২০২১ সালে নির্বাচনের আগে দিলীপ ঘোষের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটের আগে জান লড়িয়ে দিয়েছিলেন রাজু ঝাঁ। তবু টিকিট পাননি তিনি। তারপর থেকে নিষ্ক্রিয় ছিলেন রাজু। সিআইডির হাতে গ্রেপ্তারও হয়েছেন রাজু।

এই প্রেক্ষিতে বাবুল সুপ্রিয়র আরও প্রশ্ন, “এই সমস্ত দুষ্টু লোকরা কীভাবে ইডি-সিবিআইয়েক তালিকা থাকে উধাও হয়ে যাচ্ছে? এর কোনও যুক্তিযুক্ত জবাব দিতে পারবে বিজেপি?” এ প্রসঙ্গে অবশ্য দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে লক্ষ্মণ ঘড়ুই জানিয়েছেন, বাবুল সুপ্রিয় এখন দলে নেই। তাঁর কথার কোনও মূল্য নেই। তবে রাজু হত্যাকাণ্ডে যে রাজ্য বিজেপির উপর চাপ বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: ২-৮ এপ্রিলের Horoscope: আয় বাড়বে নাকি সঞ্চয়? নতুন অর্থবর্ষের প্রথম সপ্তাহে কী রয়েছে ভাগ্যে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement