Advertisement
Advertisement

Breaking News

CBI

কয়লা পাচার কাণ্ড: সিবিআইয়ের দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে হাজিরা শওকত মোল্লার

মে মাসের শেষ দিকে তৃণমূল বিধায়ককে প্রথমবার তলব করেছিল সিবিআই।

Coal scam: MLA Saokat Molla is at Nizam palace | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 15, 2022 11:41 am
  • Updated:June 15, 2022 12:14 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সিবিআই তলবে সাড়া। নিজাম প্যালেসে পৌঁছলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কয়লা পাচার কাণ্ডে তদন্তের স্বার্থে তাঁকে তলব করেছিল সিবিআই। তৃণমূল বিধায়কের থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেই আশাবাদী তদন্তকারীরা।

পার্থ চট্টোপাধ্যায়-পরেশ অধিকারী-অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)-পরেশ পালের পর মে মাসের শেষের দিকে শওকত মোল্লাকে (Saokat Molla) তলব করেছিল সিবিআই। কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে (TMC MLA) নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় রাজনৈতিক ও প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন বিধায়ক। তাই ১৫ দিনের মধ্যে সিবিআই দপ্তরে যাওয়া সম্ভব নয় বলেই জানিয়েছিলেন। সেই মর্মে সিবিআইকে মেলও করেছিলেন শওকত মোল্লা। পাশাপাশি ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, গরু বোঝাই গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত ৪]

শওকত মোল্লার আরজি মেনেই তাঁকে ১৫ দিন সময় দিয়েছিল সিবিআই। ফলে ১৫ দিন পেরতেই গত ১২ জুন ফের বিধায়ককে নোটিস পাঠায় তদন্তকারী সংস্থা। ১৫ জুন অর্থাৎ বুধবার তাঁকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ মেনে এদিন নিজাম প্যালেসে পৌঁছলেন শওকত।

উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডের তদন্তে গতি এনেছে সিবিআই। এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত সন্দেহে একাধিক তাবড় তাবড় নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাদের জেরা করে শওকত মোল্লার নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এ বিষয়ে তৃণমূল বিধায়কের বয়ান খতিয়ে দেখার পাশাপাশি তাঁর থেকেও নানা তথ্য জানতে চাইছে সিবিআই। এর আগে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি। বার কয়েক হাজিরাও দিয়েছেন অভিষেক।

[আরও পড়ুন: টিটিইরা যেন এখন ‘পান্ডা’! যাত্রী খুঁজছেন ট্যাক্সি স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement