রাহুল রায়: কয়লাপাচার মামলায় আদালতে ফের ধাক্কা খেল রাজ্য। ডিভিশন বেঞ্চেও স্বস্তিতে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সিঙ্গল বেঞ্চের রায়কেই আপাতত বহাল রাখল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। অর্থাৎ জিতেন্দ্রর বিরুদ্ধে কয়লা পাচার মামলায় (Coal Scam) তদন্ত করতে পারবে না সিআইডি (CID)। জিজ্ঞাসাবাদের জন্য তলবও করতে পারবে না রাজ্যের তদন্তকারী সংস্থা। তবে পুজোর ছুটির দু’সপ্তাহ পরে সিবিআইকে এই মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পুজোর ছুটির চার সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি।
কয়লা পাচার মামলায় একদিকে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ইডি। সমান্তরালভাবে সেই তদন্ত শুরু করেছে সিআইডি। এমনকী, আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) সমন পাঠিয়েছিল সিআইডি। এর পালটা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র। তাঁর প্রশ্ন ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যখন তদন্ত করছে, তারপরেও কীভাবে রাজ্যের তদন্তকারী সংস্থা CID তদন্ত করতে পারে? বিচারপতি রাজশেখর মান্থা বলেছিলেন, “কয়লা পাচার মামলায় সিআইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলে, সেটা সমান্তরাল তদন্ত প্রক্রিয়ায় সায় দেওয়া হবে এবং সিবিআইয়ের তদন্তে বাধা দেওয়া হবে।” এদিন ডিভিশন বেঞ্চও সহমত পোষণ করে।
মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, বিজেপি নেতাকে শুধুমাত্র নোটিস পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাঁকে গ্রেপ্তার করার জন্য ডাকা হয়নি। তিনি তদন্তে সহযোগিতা করলে গ্রেপ্তারের কোনও প্রয়োজন নেই। যদিও জিতেন্দ্র তিওয়ারিকে সাক্ষী হিসেবে ডেকে পাঠানোর নোটিসের উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৬০ নম্বর ধারায় পাঠানো গত ১০ সেপ্টেম্বরের নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়।
জিতেন্দ্র বিরুদ্ধে সিআইডির সমস্ত তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেছিল আদালত। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্রর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করতে পারবে না CID। এমনটাই জানিয়েছিল সিঙ্গলবেঞ্চ। পালটা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু সেখানেও ধাক্কা খেল তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.