Advertisement
Advertisement

Breaking News

Coal Scam Case

Coal Scam Case: কয়লা কাণ্ডে ‘অ্যাকশন মোডে’ CBI, কলকাতা-সহ ১৩ জায়গায় হানা গোয়েন্দাদের

কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় জারি তল্লাশি।

Coal Scam Case: CBI conducts raids at multiple location in West Bengal । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 14, 2023 11:40 am
  • Updated:December 14, 2023 2:31 pm  

অর্ণব আইচ: কয়লা পাচার কাণ্ডে(Coal Scam Case) ফের অ্যাকশন মোডে সিবিআই। কলকাতার ভবানীপুর, দুর্গাপুর, কুলটি, মালদহ-সহ মোট ১৩টি জায়গায় একযোগে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের।

সিবিআই সূত্রে খবর, প্রাক্তন সিআইএসএফ কর্তা শ্যামল সিং এবং স্নেহাশিস নামে দুজনের বাড়িতে চলছে জোর তল্লাশি। ইতিমধ্যেই শ্যামল সিংয়ের ভবানীপুরের দুটি ফ্ল্যাট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুরের বাসিন্দা সৌরভ কুমার এবং মালদহের রতুয়ার কাহালার বাসিন্দা এক প্রাক্তন সিআইএসএফ কর্তার বাড়িতেও হানা সিবিআইয়ের।

Advertisement

[আরও পড়ুন: কেউ হারালেন স্ত্রী, কারও বন্ধুবিয়োগ, বর্ধমান স্টেশনে ট্যাঙ্ক ভেঙে ৩ প্রাণহানির দায় নেবে কে?]

কাহালার ওই সিআইএসএফ কর্তার বাড়ির লোকজনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বেশ কয়েক বছর আসানসোলে ছিলেন। সেই সময় মাত্র কয়েক বছরে চমকপ্রদ উত্থান হয় তাঁর। মাঝে বেশ কয়েক বছর নিখোঁজ ছিলেন ওই সিআইএসএফ কর্তা। তার পর ফিরেও আসেন। আচমকা তাঁর বাড়িতে সিবিআই তল্লাশিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সিবিআই সূত্রে খবর, যাদের বাড়িতে তল্লাশি চলছে তাঁরা সকলেই কয়লা পাচার কাণ্ডের (Coal Scam) মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা ‘ঘনিষ্ঠ’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে, লালাকে মদত জোগাতেন ইসিএলের আধিকারিকরা। তাঁরাই বিপুল টাকার বিনিময়ে অবৈধ খনি থেকে কয়লা তুলে বাইরে পাচারের কাজে সাহায‌্য করতেন। সেই কয়লা ভরতি মালবাহী গাড়ি অতি সহজেই চলে যেত রাজ্যের বাইরে। আর এই গোটা প্রক্রিয়ায় যোগসাজশ ছিল CISF কর্তাদেরও।

[আরও পড়ুন: এবার বাইডেনের বিরুদ্ধে শুরু ইমপিচমেন্ট প্রক্রিয়া, চাপ তৈরির কৌশল ট্রাম্পের দলের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement