Advertisement
Advertisement

আন্দামানের পর্যটকদের বাড়ি ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

হ্যাভলকে আটকে রয়েছেন রাজ্যের প্রায় ১০০০ জন পর্যটক৷

Cm worried, takes initiative to bring tourist back from andaman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 8:11 pm
  • Updated:July 29, 2019 12:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরাজ্যের পর্যটকরা আটকে রয়েছেন আন্দামানে৷ আর এই খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের পর্যটকদের ফেরাতে মুখ্যমন্ত্রীর নির্দেশেই আন্দামান প্রশাসনের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব৷ পর্যটকদের ফেরাতে কী ব্যবস্থা করা যায় এই নিয়ে কথা বলা হয়েছে অসামরিক বিমান মন্ত্রকের সঙ্গেও৷ইতিমধ্যেই, পর্যটকদের ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করার অনুরোধে চিঠি দিয়েছেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের তিনি পর্যাপ্ত, খাবার ও ওষুধের জোগান রাখতে বলেছেন৷

জানা গিয়েছে, আন্দামানে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে হ্যাভলকে আটকে রয়েছেন রাজ্যের প্রায় ১০০০ জন পর্যটক৷ আন্দামানের আরও অন্যান্য জায়গায় ৪০০ জন আটকে রয়েছেন বলে খবর৷ এই মুহুর্তে আন্দামানে যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাঁদের বেশিরভাগই এরাজ্যের বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যে আন্দামান বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঝড় আছড়ে পড়তে পারে বলেও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে৷ চলছে মুষলধারে বৃষ্টি৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এমনটা হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে নেমেছে ভারতীয় নৌসেনা৷ নৌসেনার ৪টি জাহাজ উদ্ধারকাজে নেমেছে৷ কেন্দ্রের তরফেও ত্রাণ পাঠানো হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement