Advertisement
Advertisement

Breaking News

বাংলা হোক বা উর্দু, সবচেয়ে ভাল শিক্ষা দেন রাজ্যের শিক্ষকরাই: মুখ্যমন্ত্রী

দাড়িভিট কাণ্ডের পর ঘুরিয়ে রাজ্যের শিক্ষকদের প্রশংসা করলেন মমতা৷

CM to lay the foundation stone of university named after Gandhiji
Published by: Kumaresh Halder
  • Posted:October 2, 2018 7:14 pm
  • Updated:October 2, 2018 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাড়িভিট কাণ্ডের পর ঘুরিয়ে রাজ্যের শিক্ষকদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলা-উর্দুর বিভাজন মিটিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘বাংলা হোক কিংবা উর্দু, রাজ্যের শিক্ষকরা সব থেকে ভাল শিক্ষা দেন৷ কারণ, শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর৷’’ শিক্ষকদের প্রশংসা করার পাশাপাশি আজ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস উপলক্ষে শহরে গুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী৷

[নাগেরবাজার কাণ্ডে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মন্ত্রীর, NIA তদন্তের দাবি দিলীপের]

মঙ্গলবার মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী৷ স্বাধীনতার সময় মহাত্মা গান্ধী কলকাতার বেলেঘাটায় যে ভবনে থেকে ছিলেন, সেই ভবনের সংস্কারের সূচনাও করেন মুখ্যমন্ত্রী৷ মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয় পূর্ব মেদিনীপুরে তৈরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ যদিও একথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং৷ আজ সেই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন৷ এই বিশ্ববিদ্যালয় তৈরি হলে উপকৃত হবে ওই অঞ্চলের অসংখ্য ছাত্রছাত্রী৷ এছাড়াও আগামী অর্থবর্ষ থেকে শিক্ষা দপ্তর মহাত্মা গান্ধীর নামে মেধাতালিকা প্রকাশ করবে বলেও জানান তিনি৷ মহাত্মা গান্ধীর স্মরণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি চেয়ার রাখার কথাও জানান তিনি৷ ২০১৯ সালে মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উপলক্ষে আজ থেকেই দু’বছর ব্যাপী সরকারিভাবে বিভিন্ন প্রচার কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি৷ এই দু’বছরে গান্ধীর আদর্শ ও তাঁর বাণী প্রচার করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

Advertisement

[নাগেরবাজারে বিস্ফোরণের বলি শিশু, সিআইডির কাছে তথ্য চাইল এনআইএ]

কিন্তু, কেন এই সিদ্ধান্ত? রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে, সামনেই ২০১৯-এর নির্বাচন৷ গান্ধীর আদর্শকে রাজ্য তথা দেশের সামনে তুলে ধরে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান অটুট রাখতে চাইছে শাসক তৃণমূল৷ এমনিতেই, আদর্শগতভাবে গান্ধীজির ভাবধারায় বিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজনীতির হাতেখড়ি কংগ্রেসের মাধ্যমে৷ ফলে, কংগ্রেস ছেড়ে তৃণমূলের গড়লেও তিনি যে তাঁর ফেলে আসা আদর্শ থেকে কখনই বেরিয়ে আসবেন না, তা এদিনের ভাষণেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী৷

[প্রয়াত আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement