Advertisement
Advertisement

অমল দত্তর নামে রাস্তা, স্টেডিয়ামের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের খোলনলচে বদলে দিয়েছিলেন তিনি৷ ফুটবল দুনিয়ায় তাঁর কৃতিত্ব চিরকাল সোনার জলে লেখা থাকবে৷ এবার প্রয়াত ডায়মন্ড কোচ অমল দত্তর নাম এ শহরের বুকে খোদাই করে রাখতেও উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁকে শ্রদ্ধা জানাতে এবার তাঁর নামে রাস্তা ও স্টেডিয়াম করতে মেয়রকে অনুরোধ জানালেন তিনি৷আরও পড়ুন:‘টিমে সুযোগ না পেয়ে হয়তো অবসর নিল […]

Cm requests Mayor to dedicate Road, Stadium in name of Amal Dutta
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 2:32 pm
  • Updated:July 29, 2019 2:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের খোলনলচে বদলে দিয়েছিলেন তিনি৷ ফুটবল দুনিয়ায় তাঁর কৃতিত্ব চিরকাল সোনার জলে লেখা থাকবে৷ এবার প্রয়াত ডায়মন্ড কোচ অমল দত্তর নাম এ শহরের বুকে খোদাই করে রাখতেও উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁকে শ্রদ্ধা জানাতে এবার তাঁর নামে রাস্তা ও স্টেডিয়াম করতে মেয়রকে অনুরোধ জানালেন তিনি৷

amal-dutta2_web

Advertisement

বেশ কিছুদিন ধরেই রোগে ভুগছিলেন ডায়মন্ড কোচ৷ সতীর্থরা আশা করেছিলেন ময়দানের এই লড়াকু মানুষটি জীবনের এই লড়াইয়েও জয়ী হবেন৷ কিন্তু শেষমেশ তা আর হল না৷ রবিবার সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি৷ ডায়মন্ড কোচের শেষযাত্রার সব দায়িত্ব নেওয়া হয় রাজ্য সরকারের তরফে৷ সোমবার তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷ জানান,  “সরকারের তরফে আমরা গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাব অমল দত্তকে৷ ওঁর মতো একজন দক্ষ এবং ডেডিকেটেড কোচের মৃত্যু অপূরণীয় ক্ষতি৷ আমি মেয়রকে অনুরোধ করব, শহরের রাস্তা ও স্টেডিয়াম অমল দত্ত, শৈলেন মান্নার নামে করে দিতে৷”

রবীন্দ্রসদনে তাঁকে শ্রদ্ধা জানান অসংখ্য অনুরাগী৷ এরপর তাঁর মরদেহ নিয়ে যাওযা হয় মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবে৷মোহনবাগান ক্লাবে প্রয়াত কোচকে শেষ শ্রদ্ধা জানান ক্লাবের সহ সচিব সৃঞ্জয় বোস-সহ অন্যান্য ক্লাবকর্তারা৷ দুই ক্লাবেই অসংখ্য ফুটবলপ্রেমী শেষ শ্রদ্ধা জানান প্রয়াত কোচকে৷

srinjoy-bose_web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement