Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

এবার করোনা নিয়ে কলম ধরলেন মমতা, বিঁধলেন মারণ রোগ নিয়ে উদাসীন মানসিকতাকে

বৃহস্পতিবারই করোনা মোকাবিলায় নবান্নে সরকারি, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। 

CM Mamata Bannerjee wrote poem on Corona Virus
Published by: Sandipta Bhanja
  • Posted:March 19, 2020 8:08 pm
  • Updated:June 22, 2022 1:46 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: করোনা নিয়ে ত্রাস গোটা বিশ্বে। আতঙ্কের এখন একটাই নাম ‘করোনা’। এবার এই মারণ রোগ নিয়েই কবিতা বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম ‘করোনা’।

কবিতার ছত্রে ছত্রে করোনা আতঙ্কের কথা লিখলেও সরকারি আমলার ছেলের উদাসীনতায় তিনি যে বেশ ক্ষুব্ধ, সেকথাও প্রকাশ পায় তাঁর কবিতায়। “গরীব মানুষগুলো সমাজে খুব সচেতন… কিন্তু যাদের সচেতনতা এ সমাজকে আক্রান্ত করার হাত থেকে বাঁচাতে পারতো, তারা কি সচেতন?” কবিতার কথার মধ্য দিয়েই প্রশ্ন ছুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এমনকী, মারণ এই ভাইরাস নিয়ে উদাসীন মানসিকতাকেও শব্দে শব্দে বাণবিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, “‘যাক না জগৎটা উচ্ছন্নে’- এই ভাব কিছু দামীদের!নিজেদের ভাল ছাড়া আর কিছু বোঝে না যারা।” প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল নাগাদই করোনা মোকাবিলায় নবান্নে সরকারি, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই সোশ্যাল মিডিয়ায় ‘করোনা’ নামক কবিতাটি প্রকাশ্যে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘দোকান, বাজার বন্ধ নিয়ে গুজব ছড়ালেই হবে শাস্তি’, জরুরি বৈঠকে কড়া হুঁশিয়ারি মমতার ]

মুখ্যমন্ত্রী লিখেছেন-

আতঙ্কিত!

আতঙ্কতঙ্কে

সামাজিক জগৎ।

করোনা কারও নয়,

সীমান্ত প্রচারে।

রোগটা নাকি বড্ড ভারী!

‘আমদানি’ চলছে-

দেশে-বিদেশে।

গরীব মানুষগুলো

সমাজে খুব সচেতন।

কিন্তু যাদের সচেতনতা

এ সমাজকে আক্রান্ত করার

হাত থেকে বাঁচাতে পারতো,

তারা কি সচেতন?

না, সব জেনেও

যাক না জগৎটা উচ্ছন্নে-

এই ভাব কিছু দামীদের!

নিজেদের ভাল ছাড়া আর কিছু বোঝে না যারা।

ইবোলা-এবেলা-মার্স-সার্স

ডেঙ্গু-সোয়াইন ফ্লু!

সব হয়ে গেছে

কমজোরি-

করোনা করেছে গাঁ-উজারি।

ওটা নাকি বড্ড ভারী।

প্রসঙ্গত, যে কোনও রকম ইস্যু নিয়ে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কবিতা লিখতে দেখা গিয়েছে। সে অযোধ্যা ইস্যু হোক কিংবা সাংসদে বাজেট পেশ, সমস্তরকম ইস্যু নিয়ে কবিতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলম ধরলেন করোনা নিয়ে।

[আরও পড়ুন: ‘দোকান, বাজার বন্ধ নিয়ে গুজব ছড়ালেই হবে শাস্তি’, জরুরি বৈঠকে কড়া হুঁশিয়ারি মমতার ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement