ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: গোটা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সবুজ সাথী’ প্রকল্প। স্কুলে যাওয়ার জন্য এক কোটি ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল সাইকেল। বিশ্ব সাইকেল দিবসের দিন সেই ‘সবুজ সাথী’ প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে টুইটে লিখলেন সেকথা।
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজ বিশ্ব বাইসাইকেল দিবস। একটি বাইসাইকেল শুধুমাত্র কোনও পরিবহণের মাধ্যম নয়। সাবলম্বী হয়ে ওঠার একটি উপাদান। বাংলার মা-মাটি-মানুষের সরকার তাঁদের ‘সবুজ সাথী’ প্রকল্পে এক কোটি ছাত্রছাত্রীদের বাইসাইকেল প্রদান করেছে। বাড়ি থেকে স্কুল যাদের অনেক দূরে, এই সাইকেল তাদের শিক্ষালয়ে পৌঁছাতে সাহায্য করেছে। ইনফরমেশন সোসাইটি প্রাইজেসের বিশ্ব সম্মেলনে ‘সবুজ সাথী’ প্রকল্পকে ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে। আইটিইউ (ইউনাইটেড নেশনের একটি সংস্থা) এই স্বীকৃতি দিয়েছে সবুজ সাথীকে। সারা পৃথিবীর ১১৪০ প্রকল্পের মধ্যে এই স্বীকৃতি ছিনিয়ে এনেছে সবুজ সাথী।” এই প্রকল্প যে বাংলাকে গোটা বিশ্বের কাছে একটা গর্বের জায়গায় নিয়ে গিয়েছে তা মানছেন প্রশাসনের কর্তারাও।
নির্বাচনের পর রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে সোমবার নবান্নে সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের আচরণবিধির কারণে দীর্ঘ চার মাস সরকারের কাজ বন্ধ ছিল। কোথায় কোথায় কোন কাজ আটকে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই বৈঠক৷ সঙ্গে প্রশাসনিক কোনও কাজে কীভাবে গতি আনা যায়, কোনও নতুন প্রকল্প আনা যায় কি না, সেসবেও দৃষ্টি দেওয়া হয়েছে৷ লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল হয়নি। তাই দলীয় সংগঠনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে যেমন দলে বার্তা দিয়েছেন, তেমনই সরকারে ও প্রশাসনে আরও গতি আনতে চান মমতা। আগামী ১০ জুন মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে পারেন রাজ্য প্রশাসনের কর্তাদের নিয়ে। থাকবেন বিভিন্ন দফতরের সচিবরা।
Today is #WorldBicycleDay. A bicycle is not just a means of transport but an instrument of empowerment too. The #Bangla Govt has distributed over one crore bicycles to students under Sabooj Sathi scheme. These cycles have enabled them to attend school even from far-off places 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2019
The Sabooj Sathi project was declared a ‘Champion Project’ at the World Summit on the Information Society (WSIS) Prizes, given by ITU, a United Nations organisation in April, 2019, out of 1,140 projects across 18 categories. #WorldBicycleDay 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.