ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের সরাসরি সম্প্রচার ঠেকাতে কে বা কারা ষড়যন্ত্র করল, প্রেস কর্নারে ফেসবুক লাইভের সংযোগ বিচ্ছিন্ন করে দিল তা নিয়ে এবার লালবাজারে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযোগ দায়ের করেন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করতে বসেন ভারচুয়ালি। তার জন্য বিধানসভার প্রেস কর্নারে সরাসরি সম্প্রচার করার প্রযুক্তিগত ব্যবস্থাও করা ছিল। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনের আগেই প্রেস কর্নারে বসে সাংবাদিক সম্মেলন সেরে নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকরী। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ অপেক্ষাও করেন। শুভেন্দুর সাংবাদিক সম্মেলন শেষ হতেই মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতে যান। তখন আবার প্রেস কর্নারে বসে বলতে শুরু করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী।
অভিযোগ, সেই সময়ই মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাইক বন্ধ করে দেওয়া হয়। তাঁর ভিডিও দেখা গেলেও বক্তব্য শোনা যাচ্ছিল না। এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূলের তরফ থেকে লালবাজারে অভিযোগ দায়ের করা হয়েছে এই বলে যে, সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে না দেওয়ার ষড়যন্ত্র করেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, বাজেট বক্তৃতা চলাকালীনও অধিবেশন কক্ষে হট্টগোল জুড়েছিল বিজেপি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বার বার অনুরোধ করেও তাদের চুপ করাতে পারেননি। অর্থমন্ত্রীর ভাষণের মাঝেই দুবার মুখ্যমন্ত্রীকে কথা বলতে হয়। বিরোধীদের কাছে চুপ করার আর্জি জানান তিনি। যা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাধারণ মানুষকে বাজেট শুনতে বাধা দিতেই হইচই করছিল বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.