Advertisement
Advertisement
CM Mamata Banerjee

Laxmi Puja: ‘আমার লক্ষ্মী গ্রামেগঞ্জে মাটির ঘরে আলো’, কোজাগরীতে নতুন কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

পড়ে নিন মুখ্যমন্ত্রীর নতুন কবিতা।

CM Mamata Banerjee writes poem 'Amar Laxmi' on Laxmi Puja | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 28, 2023 4:14 pm
  • Updated:October 28, 2023 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ের সমস্যা নিয়ে দুর্গাপুজোর আগে থেকে দীর্ঘ সময় বিশ্রামে কাটাতে হয়েছে। লক্ষ্মীপুজোতেও ঘরবন্দি প্রায়। আর বিশ্রামে থাকাকালীনই তিনি লক্ষ্মীপুজোয় (Laxmi Puja) লিখে ফেললেন দীর্ঘ কবিতা – ‘আমার লক্ষ্মী’। বঙ্গের নারীশক্তিকে কুর্নিশ জানিয়ে তাঁর এই কবিতা। প্রতি ছত্রে ছত্রে বাংলার নারীদের নানা ভূমিকার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

Advertisement

‘আমার লক্ষ্মী’ নামের দীর্ঘ কবিতাটি (Poem)মোট ২৪ লাইনের। নানা ক্ষেত্রে গ্রামবাংলার কন্যাদের কৃতিত্ব, তাঁদের সাফল্য সমস্ত কিছু খুঁটিনাটি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। কবিতার শুরুতেই লেখা – ”আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান/ আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।” বাংলার বহুল প্রচলিত প্রবাদ – রূপে লক্ষ্মী, গুণে সরস্বতীর কথা মাথা রেখেই তাঁর এই কবিতা। কীভাবে লক্ষ্মীরূপী মহিলাদের গুণপনায় সংসার ভরে ওঠে, পাশাপাশি নিজস্ব শক্তিতে তাঁরাই কীভাবে বিশ্বজয়ও করেন, সেই কাহিনি উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কবিতায়। একজন নারী হিসেবে তিনিই তো সবচেয়ে ভালোভাবে নারীশক্তির কথা তুলে ধরেছেন।

[আরও পড়ুন: গ্রেপ্তার জ্যোতিপ্রিয়, প্রাক্তন খাদ্যমন্ত্রীর ধরপাকড়ের প্রতিবাদে পথে উত্তরসূরি রথীন]

এই প্রথম নয়। সাহিত্য-সংস্কৃতি চর্চা মুখ্যমন্ত্রীর দৈনন্দিন জীবনেরই অঙ্গ। এর আগে নানা বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন। ‘কবিতাবিতান’ নামে তাঁর একটি বইও আছে। এছাড়া মুখ্যমন্ত্রীর লেখালেখি নিয়ে প্রচুর বই প্রকাশিত হয়েছে। সময়ের দিনলিপি যেন তাঁর কবিতাগুলি। বিপন্নতা, সংকট, আনন্দ – সমস্ত পরিস্থিতিতেই কলম তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে ফুটে উঠেছে সমকালীন ছবি। আজকের সময়ে দাঁড়িয়ে ‘আমার লক্ষ্মী’ও তেমনই প্রাসঙ্গিক হয়ে উঠছে।

[আরও পড়ুন: মহুয়াকে ফের তলব এথিক্স কমিটির, হীরানন্দানির থেকে কী কী নিয়েছেন? জানালেন তৃণমূল সাংসদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement