Advertisement
Advertisement

Breaking News

not to release Alapan Bandopadhyay

আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়ল না রাজ্য, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

৫ পাতার চিঠিতে কেন্দ্রীয় সিদ্ধান্তের একাধিক ফাঁকফোকরের কথাও তুলে ধরেন মমতা।

CM Mamata Banerjee writes letter to PM Modi regarding not to release Chief secretary Alapan Bandopadhyay | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 31, 2021 10:21 am
  • Updated:May 31, 2021 8:10 pm  

মলয় কুণ্ডু: আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) বদলির জল্পনায় ইতি। এই মুহূর্তে তাঁকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারছে না রাজ্য, তা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, চিঠিতে কেন্দ্রীয় সিদ্ধান্তের একাধিক ফাঁকফোকরের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। কেন এই মুহূর্তে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ‘রিলিজ অর্ডার’ দিতে পারছে না, তা বিস্তারিত জানিয়েছেন। পাশাপাশি, কেন্দ্রের ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের জন্য লিখিত আবেদন জানিয়েছেন মমতা। দাবি, অনুরোধ, সমালোচনার মিশেলে নরমে-গরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তরফে ৫ পাতার চিঠি পৌঁছল প্রধানমন্ত্রী মোদির (PM Narendra Modi) কাছে।

Advertisement

৩১ মে অর্থাৎ সোমবার সকালেই রাজ্যের মুখ্যসচিবের দিল্লিতে গিয়ে নর্থ ব্লকে কর্মীবর্গ বিভাগের কাজে যোগ দেওয়ার কথা ছিল। গত শুক্রবার আচমকা কেন্দ্রের তরফে চিঠি পাঠিয়ে এ কথা জানানো হয়। তারপর থেকেই তাঁর এই বদলি নিয়ে টানাপোড়েন শুরু হয়। রাজ্যের সঙ্গে আলোচনা না করে, মতামত না নিয়ে একতরফাভাবে কেন্দ্রের এই চিঠি ‘রাজনৈতিক অভিসন্ধিমূলক’ বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহলে। জল্পনা চলছিলই, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) এখনই ছাড়বে না রাজ্য। করোনা, যশ পরিস্থিতি মোকাবিলায় তিনি এত গুরুত্বপূর্ণ বলে তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে কেন্দ্রের অনুমতি  সাপেক্ষে। তা সত্ত্বেও সংশয় ছিল। সোমবার আলাপন নিজে কী করবেন, সেদিকেই চোখ ছিল সব মহলের। 

[আরও পড়ুন: নারদ মামলা কি ভিনরাজ্যে সরছে? ফয়সালা করতে আজ হাই কোর্টে শুনানি]

রবিবার, ছুটির দিন বিকেলে আলাপনের সস্ত্রীক নবান্নে যাওয়া, নিজের ঘরে প্রায় ৩ ঘণ্টা সময় কাটানো – এসবই  আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। এরপর সোমবার সকালেই মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্য কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। মুখ্যসচিবের কাঁধে অনেক দায়িত্ব।

তাছাড়া তাঁর ব্যক্তিগত জীবনের অস্থির পরিস্থিতির কথা অর্থাৎ সদ্য ভাইকে হারানোর খবরও প্রধানমন্ত্রীকে লেখা  চিঠিতে জানিয়েছেন মমতা। এই অবস্থায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) এখনই ছাড়া যাচ্ছে না। পাশাপাশি, কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে আমলার বদলি নিয়ে একতরফা সিদ্ধান্ত নিল কেন্দ্র, সেই প্রশ্নও তিনি তুলেছেন চিঠিতে। এই পদক্ষেপ যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, তাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিন নবান্নে ‘যশ’ মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্প নিয়ে আলোচনায় থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায়। স্রেফ এক চিঠিতে তাঁকে নিয়ে তৈরি হওয়া টানাপোড়েনের যেভাবেই ইতি ঘটিয়ে ফেললেন মমতা, তার প্রশংসা শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশে। 

[আরও পড়ুন: অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহের নামে প্রতারণা, অ্যাকাউন্টে ৩৬ লক্ষ টাকা পাঠিয়েও মিলল না যন্ত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement