Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

আগামী সপ্তাহে ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী, নবান্নে নওশাদের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পরই সফর

গত সোমবারই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

CM Mamata Banerjee will visit Furfura Sharif on next week

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 15, 2025 4:40 pm
  • Updated:March 15, 2025 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাকার কাজ নিয়ে সমস্যার কথা জানিয়ে গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। তার এক সপ্তাহ পরই ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী সোমবার বিকেলে ফুরফুরা শরিফে যাওয়ার কথা তাঁর। সেখানে দিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে কথা বলবেন বলে খবর। এছাড়া ফুরফুরার উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা।

গত সোমবার বিকেলে আচমকাই নবান্নে উপস্থিত হতে দেখা গিয়েছিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। প্রায় ২০ মিনিট ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। শোনা গিয়েছে, বিধানসভা অধিবেশন চলাকালীনই তহবিল সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা ঠিকমতো খরচ করতে পারছেন না তিনি। একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নাকি কাজ হয়নি। তারপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক। বৈঠকের পর নওশাদ জানান, তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

শনিবার নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ফুরফুরা শরিফ যাচ্ছেন সোমবার। ওইদিন বিকেল ৫টা নাগাদ সেখানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রমজান মাসে তাঁর ফুরফুরা শরিফ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে। রাজ্য সরকার ফুরফুরা শরিফে ধাপে ধাপে বহু উন্নয়নমূলক কাজ করেছে। সোমবার সেখানে গিয়ে সেসবের অগ্রগতি খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া সেখানকার পীরজাদার সঙ্গেও আলোচনার সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement