ফাইল ছবি
নন্দিতা রায়, নয়াদিল্লি: চলতি মাসে ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইন্ডিয়া জোটের জট কাটানো নিয়ে আলোচনায় বসতে নয়! সূত্রের খবর, ‘এক দেশ এক ভোট’ নিয়ে বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সোমবার অর্থাৎ আগামী ৫ ফেব্রুয়ারি শুরু রাজ্যের বিধানসভা অধিবেশন। ৬ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হওয়ার সম্ভাবনা। এমন পরিস্থিতিতে ৫ তারিখই নাকি দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কোবিন্দের ডাকা বৈঠকে যোগ দেবেন তিনি। এর আগে গত ডিসেম্বরে দিল্লি গিয়েছিলেন মমতা। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় বঞ্চনার কথা জানিয়েছিলেন তিনি। এবার অবশ্য অন্য কারণেই তিনি যাচ্ছেন বলে খবর। বিজেপি এক দেশ এক ভোটের পথে হাঁটতে চাইছে। সেই সংক্রান্ত বৈঠকেই এবার উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, শুক্রবার থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী। ৪৮ ঘণ্টা ধর্নামঞ্চে থাকবেন তিনি। অর্থাৎ শনিবার পর্যন্ত চলবে ধরনা কর্মসূচি। তার দুদিন পরই দিল্লি রওনা দেবেন তিনি। সেক্ষেত্রে যদি ৬ তারিখ রাজ্যের বাজেট পেশ হয়, তাহলে তিনি আদৌ উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.