ছবি: পিণ্টু প্রধান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। কলকাতায় এসে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan)। শনিবার নির্ধারিত সময় বিকেল ৪টের একটু পরে কালীঘাটের বাড়ির সামনে পৌঁছয় সলমনের কনভয়। তাঁকে স্বাগত জানানোর জন্য বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সলমন বাড়ির সামনে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে সাদা উত্তরীয় পরিয়ে ঘরে ডেকে নেন মুখ্যমন্ত্রী।
শনিবার বিকেলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে যান সলমন খান। তাঁর পরনে ছিল আকাশি শার্ট, ফেডেড জিন্স, চোখে সানগ্লাস। ‘ভাইজান’-এর অপেক্ষায় কিছুক্ষণ আগে থেকেই বাড়ির উঠোনে ঘরোয়া পোশাকে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ির সামনে দলের নেতৃত্ব ছাড়াও বহু সলমন অনুরাগীকেও দেখা গেল। তাঁরা সকলে প্রিয় তারকাকে দেখতে জমায়েত করেছিলেন। গাড়ি থেকে সলমন খান নামতেই যেন এক লহমায় বদলে গেল চারপাশের পরিবেশ।
বলিউড সুপারস্টারকে দেখে তখন উচ্ছ্বসিত আশপাশের জনতা। তিনিও জনতার উদ্দেশে হাত নেড়ে তাঁদের ভালবাসা জানান। মুখ্যমন্ত্রী ক্রিমরঙা একটি উত্তরীয় পরিয়ে সলমনকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। তিনি হাত জোড় করে নমস্কার করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফেলেন। এরপর সলমন জুতো খুলে ঘরে ঢোকেন। প্রায় আধঘণ্টা সেখানে ছিলেন বলিউড স্টার। এরপর বেরিয়ে যান। তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে সঙ্গে যান মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়ির ছোট্ট বাগানটি দেখে সলমনের বেশ ভাল লেগেছে বলে তাঁর শরীরীভাষায় প্রকাশ।
এরপর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন। জানান, আজ সলমনকে কাছে পেয়ে ভাল লাগল।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.