সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘ধমক’ খেলেন দমকল মন্ত্রী সুজিত বসু। পুজোতে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়, সে নিয়ে মন্ত্রীকে সতর্ক করলেন তিনি।
মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পুজো সংক্রান্ত বৈঠকে সুজিত বসুকে রীতিমতো কড়া সুরেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলে দিলেন, ধুমধাম করে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর জন্য যাতে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় যানজট না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। যদি কড়া হাতে ব্যবস্থা না করা হয়, তাহলে সুজিত বসুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন মমতাই।
আসলে প্রতি বছর দুর্গাপুজোয় (Durga Puja 2023) কলকাতায় ভিড় উপচে পড়ে। উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামে। তবে বাকি পুজো প্যান্ডেলগুলিকে ছাপিয়ে যায় লেকটাউন এলাকার শ্রীভূমির পুজো। মন্ত্রী সুজিত বসুর এই পুজোয় প্রতিবারই কিছু না কিছু চমক থাকে। কখনও ‘বাহুবলী’র সেট তো কখনও বুর্জখালিফার থিমে সেজে ওঠে মণ্ডপ। মা দুর্গার সোনার সাজ দেখতে বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন সাধারণ মানুষ। যার জন্য ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সমস্যায় পড়ে আমজনতা। এই প্রক্ষিতেই সুজিত বসুকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “পুজোতে প্রচুর লোক আসে। সবচেয়ে দুষ্টুমি করে সুজিত বোস। এমনভাবে এলাকাটা করে রাখে যে এয়ারপোর্ট থেকে লোক আসতে পারে না। এবার পুলিশকে বলব এয়ারপোর্ট যাতে ডিসটার্বড না হয়। সেটা দেখে সুজিত তুমি পুজো করবে। শুধু তোমার পুজোতেই যাবে আর অন্যগুলোয় যাবে না, তোমার চালাকিটা আমি বুঝি। তুমি দমকল মন্ত্রী, তোমায় এটা মাথায় রাখতে হবে। তুমি খুব ভাল করে পুজো করো। অভিনন্দন রইল। কিন্তু ভিআইপি এলাকাটা ভিআইপি-ই। তাই দেখতে হবে যাতে যানবাহন চলাচলে সমস্যা না হয়। ট্রান্সপোর্ট সিস্টেম যদি ব্লক হয় আমি তোমাকে ব্লক করব।” অর্থাৎ শ্রীভূমির পুজোর জন্য সাধারণের সমস্যা হলে যে মুখ্যমন্ত্রী হালকা ভাবে নেবেন না, সেটাই সুজিত বসুকে বুঝিয়ে দিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.