Advertisement
Advertisement
Mamata Banerjee

জ্বর নিয়ে SSKM-এ ভরতি ভাইপো, নবান্ন থেকে ফেরার পথে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

কেমন আছেন তিনি?

CM Mamata Banerjee Visits SSKM Hospital to see relative | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:July 22, 2021 7:49 pm
  • Updated:July 22, 2021 8:04 pm

ক্ষীরোদ ভট্টাচার্য: বৃহস্পতিবার বিকেলে আচমকাই এসএসকেএম (SSKM) হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র আবেশ বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যান তিনি। কিছুক্ষণ থাকার পরই অবশ্য সেখান থেকে বেরিয়ে যান মমতা।

জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে জ্বরে ভুগছেন মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ। সেদিন থেকেই ভরতি রয়েছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। তাঁর চিকিৎসা চলছে ডাক্তার সোমনাথ কুণ্ডুর তত্ত্বাবধানে। আর তাই এদিন তাঁকে দেখতেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পরই অবশ্য বেরিয়ে যান মমতা। তবে তাঁর আগে চিকিৎসকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। ডাঃ সোমনাথ কুণ্ডু তাঁর চিকিৎসা করলেও তবে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সৌমিত্র ঘোষও তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত। হাসপাতাল সূত্রে খবর, আপাতত মুখ্যমন্ত্রীর ভাইপোর শারীরিক অবস্থা ভালো। উদ্বেগের কোনোও কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষকদের জন্য নয়া প্রকল্প চালু রাজ্যে, নিজের জেলায় বদলির আবেদন করা যাবে ‘উৎসশ্রী’ পোর্টালে]

বুধবারই ভারচুয়ালি ২১ জুলাইয়ের সভায় বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেরেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। ‘খেলা হবে’ দিবসের পাশাপাশি একগুচ্ছ নতুন ঘোষণাও করেন তিনি। এরপর আবার দিল্লি সফরও রয়েছে তাঁর। কিন্তু শত ব্যস্ততার ফাঁকেও পরিবারের অভিভাবকের মতোই এদিন দেখতে গেলেন ভাইপোকে। প্রসঙ্গত, এ মাসের ২৬ তারিখই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরবেন ৩০ তারিখ। এর মধ্যেই কোনও সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর। ইতিমধ্যেই দিল্লি চলে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজধানী যাচ্ছেন মমতাও। জল্পনা, ২০২৪ লোকসভা নির্বাচনের রণনীতি নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে তাঁর আলোচনা হওয়ার কথা ওই সময়ই। কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, শরদ পওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবের মতো বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর।

[আরও পড়ুন: সময় দিয়েছেন প্রধানমন্ত্রী, দিল্লি সফরে মোদির সঙ্গে সাক্ষাতের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement