Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা, এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী

উডবার্ন ওয়ার্ডের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন।

CM Mamata Banerjee visits SSKM hospital for health check up after coming back from foreign | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 24, 2023 4:50 pm
  • Updated:September 24, 2023 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ দিনের সফরে বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রবিবার বিকেলে  মুখ্যমন্ত্রী এসএসকেএম (SSKM) হাসপাতালে যান। উডবার্ন ব্লকের সামনে থামে তাঁর গাড়ি। সাড়ে ১২ নম্বর কেবিনে যান তিনি। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্য স্বাস্থ্যকর্তারা। সেখানেই স্বাস্থ্যপরীক্ষা করান মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে, তাঁর পায়ের সমস্যা রয়েছে। তা নিয়েই এদিন দেখাতে এসেছিলেন হাসপাতালে।  

স্পেন, দুবাইয়ে গুরুত্বপূর্ণ সফর সেরে মঙ্গলবার সন্ধেবেলা কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। সফর নিয়ে দারুণ খুশি তিনি,  তা বিমানবন্দরে নেমেই জানান। এরপর রবিবার বিকেলে আচমকাই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব। উডবার্ন ওয়ার্ডের (Woodburn Word) সাড়ে ১২ নং কেবিনে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে ঠিক কী সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রীর, তা জানা যায়নি। 

Advertisement

[আরও পড়ুন: পণের জন্য লাগাতার চাপ! দাবি মেটাতে না পারায় বধূকে খুনের অভিযোগ মুর্শিদাবাদে]

পঞ্চায়েত ভোটের (Panchayat Election)আগে জলপাইগুড়িতে গিয়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে এসএসকেএমেই প্রাথমিক চিকিৎসা হয়। তখন চিকিৎসকদের একাংশ মুখ্যমন্ত্রীকে অপারেশনের পরামর্শ দেন। তিনি কাজের ব্যস্ততায় অস্ত্রোপচার করাতে রাজি হননি। তবে কি এবার অস্ত্রোপচার নিয়ে আলোচনা হয়েছে? রবিবার অবশ্য এসএসকেএম সূত্রে এসব কিছু জানা যায়নি। ১২ দিনের টানা বিদেশ সফরের পর আপাতত তাঁকে চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। 

[আরও পড়ুন: ‘৩ মাস ধরে ধর্ষণ করেছে বাবা’, নারকীয় যন্ত্রণা সইতে না পেরে গুলি করে খুন করল কিশোরী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement