Advertisement
Advertisement
Mamata Banerjee

এখনও নেভেনি ডালহৌসির বহুতলের বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে মমতা, সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গেও

দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে।

CM Mamata Banerjee visits Dalhousie building as fire breaks out in Kolkata | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 10, 2023 12:44 pm
  • Updated:May 10, 2023 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় আড়াই ঘণ্টা পার। কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ডালহৌসি চত্বরের শরাফ হাউসের আগুন। ওই বহুতলে আগুন লাগার পরপরই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিনে দেখতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপালও। তাঁর সঙ্গে খানিকক্ষণ কথাও বলেন তিনি। কথা বলেন দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গেও। এরপর পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকে আগুন সংক্রান্ত যাবতীয় আপডেট নিয়ে সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: বাংলায় ঘূর্ণিঝড় ‘মোকা’র পরোক্ষ প্রভাব পড়লেও কমবে না গরম, কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে?]

mamata-1

এদিন সকাল ১০টা নাগাদ ডালহৌসির শরাফ হাউসের তিনতলার উপরের ছাদের একটি বিরাট অংশে আগুন লাগে। আগুনের টুকরো ছিটকে নিচেও পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ওই বহুতলে একাধিক অফিস রয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও বহুতল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলেই খবর। ভিতরে কারও আটকে থাকার আশঙ্কা নেই। কিন্তু ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করেনি দমকল বাহিনী।

 

রাজভবন থেকেই আগুনের শিখা দেখতে পান রাজ্যপাল। গলগল করে ধোঁয়া বেরতে দেখেই তিনি রাজভবন থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান। নিজেই আগুন নেভানোর কাজে তদাকরি করেন। এরপরই সেখানে পৌঁছে যান পুলিশ কমিশনার এবং দমকল মন্ত্রী। বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন মুখ্যমন্ত্রীও। রাজ্য-রাজ্যপাল সংঘাত সরিয়ে রেখে অগ্নিকাণ্ড নিয়ে দু’জন একসঙ্গেই উদ্বেগ প্রকাশ করলেন। অফিস টাইমে অফিস পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য।  

[আরও পড়ুন: নির্ধারিত সময়ের আগেই শিশুজন্মে প্রথম সারিতে ভারত, রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement