ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই শীতেই নবান্ন-রাজভবনের শীতল সম্পর্কে ইতি? এমনটা বললেও অত্যুক্তি হয় না। বাংলায় নতুন রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস দায়িত্বভার গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক যে প্রাক্তন রাজ্যপালের মতো বরফশীতল হচ্ছে না, সেই ইঙ্গিত মিলেছিল। রাজ্যপালকেও দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) প্রতি বেশ শ্রদ্ধাশীল। সেই উষ্ণতা ছড়িয়ে পড়েছিল গত সপ্তাহে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। রাজ্যপাল এত বড় অনুষ্ঠানের কৃতিত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকেই। আর বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
বৃহস্পতিবার বিকেলে আচমকাই রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) সঙ্গে একাধিক বিষয় নিয়ে কথা হয় তাঁর। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”রাজ্যপালকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাতে এসেছিলাম। উনি আমাদের সঙ্গে সব বিষয়ে খুব সহযোগিতা করে চলছেন। ভবিষ্যতেও করবেন বলে আমায় জানিয়েছেন। আলোচনার মাধ্যমে সব সমাধান হয়ে যাবে। সামনে উৎসবের মরশুম। আমি তাই এসেছিলাম ওঁকে আগাম শুভেচ্ছা জানাতে। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ।”
মাস খানেক আগেই বাংলার দায়িত্ব নিয়ে এসেছেন দক্ষিণ ভারতের প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস। শপথ নেওয়ার দিনই বোঝা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক হতে চলেছে। উভয় উভয়ের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব বজায় রেখেছিলেন। প্রশাসন এবং সংবিধান হাতে হাত রেখে সমন্বয়ের মাধ্যমে রাজ্যের উন্নয়নে কাজ করবে, সেই আশাও প্রকাশ করেছিলেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দু’জনই। বৃহস্পতিবার রাজভবনে আচমকা গিয়ে সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে নবান্নের মূল সংঘাতের বিষয় ছিল সমন্বয়ের অভাব। রাজ্য প্রশাসনের কাজে সাহায্য না করে ধনকড় রাজ্যের শাসকদলের খুঁত খুঁজে বের করতে বেশি আগ্রহী ছিলেন বলে অভিযোগ ছিল। কার্যক্রমের প্রায় পুরো সময়টাই রাজ্য-রাজ্যপালের সংঘাত জিইয়ে ছিল। কিন্তু সেই শৈত্য এবার ঘুচতে বসেছে। সিভি আনন্দ বোসের তরফে পূর্ণ সহযোগিতা মিলছে বলেই জানালেন মুখ্যমন্ত্রীই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.