Advertisement
Advertisement
BGBS 2022

BGBS 2022: আট স্তম্ভের উপর দাঁড়িয়ে উন্নয়ন, বাংলাকে ‘বিশ্বশ্রেষ্ঠ’ করার ডাক মুখ্যমন্ত্রীর

বিনিয়োগের গন্তব্য হোক বাংলা।

CM Mamata Banerjee urges industrialists to invest in Bengal

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:April 20, 2022 4:20 pm
  • Updated:April 20, 2022 4:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের লক্ষ্য শিল্প। বিনিয়োগের গন্তব্য হোক বাংলা। এই মন্ত্র নিয়েই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে সেই সম্মেলন পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। বাংলায় শিল্প বিনিয়োগের পরিবেশ তৈরিতে রাজ্য সরকারের উদ্যোগকে সুনিপুণভাবে তুলে ধরলেন তিনি। জানালেন, বাংলার অগ্রগতি ৮টি স্তম্ভের উপর নির্ভরশীল।

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের (BGBS 2022) প্রথম দিন মঞ্চে দাঁড়িয়ে মমতার ঘোষণা, নিজের ছন্দে এগিয়ে চলেছে বাংলা। আর বিশ্ব দরবারে বাংলাকে শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিতে নিরন্তর কাজ করছে রাজ্য সরকার। রাজ্যের উন্নতির জন্য মূলত ৮টি বিষয়ে নজর দিয়েছে রাজ্য সরকার। গোটা বক্তব্যে সেই আটটি স্তম্ভের উল্লেখের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করছে, তাও তুলে ধরেন তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: মায়াপুরে বিশ্বের বৃহত্তম মন্দির দেখে আপ্লুত! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে প্রশংসা জিন্দলের]

এই আটটি স্তম্ভ কী কী? তা ব্যাখ্যা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আটটি স্তম্ভ হল, পরিকাঠামো তৈরি, পরিকাঠামোর প্রসার, শিক্ষা, সামাজিক সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি, ইজ অফ ডুয়িং বিজনেস, ডিজিটালাইজেশন, কর্মদিবস নষ্ট না করা। 

পরিকাঠামো তৈরির উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে সার্বিক পরিকাঠামো তৈরির কাজ চলছে। একদিকে তৈরি হয়েছে তাজপুর বন্দর। অন্যদিকে রয়েছে ডানকুনি থেকে অমৃতসর পর্যন্ত তৈরি ইস্টার্ন ফ্রেট করিডোর। জঙ্গলমহলকে কেন্দ্র করে গড়ে উঠছে শিল্প পার্ক ‘জঙ্গল সুন্দরী’। ২০২৩ সালের মধ্যে জাতীয় গ্যাস পাইপ লাইনের সঙ্গে যুক্ত হবে বাংলাও। সিলিকন ভ্যালিতে তৈরি হচ্ছে অনুসারী শিল্পও। রাজ্যে এই পদক্ষেপগুলিই শিল্পক্ষেত্রে পরিকাঠামো আরও শক্ত করছে।

[আরও পড়ুন: এবার স্কুলেও ধর্মীয় শিক্ষা! পাঠক্রমে যোগ হচ্ছে রামায়ণ-মহাভারত-গীতা-কোরান]

আর এক স্তম্ভ শিক্ষার উপরে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্প শিক্ষার উন্নয়নে সাহায্য করছে। তৃতীয় স্তম্ভ সামাজিক সুরক্ষা। সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়, মহিলা-সহ বহু মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বহু প্রকল্প এনেছে রাজ্য সরকার। পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, পরিকাঠামোর প্রসারেও জোর দিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে শিল্প-বাণিজ্যে বিনিয়োগ আরও সহজ করতে কর কাঠামো-সহ একাধিক ব্যবস্থাকে সরল করা হয়েছে। সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করেছে সরকার। চালু হয়েছে ডিজিটালাইজেশনও। 

শেষে মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যে একটা কর্মদিবসও যেন নষ্ট না হয়। রাজ্যে হরতাল হয় না। তাই বিনিয়োগের গন্তব্য হোক বাংলা।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement